কর্মসূচি নির্ধারণে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক চলছে

বিবিধ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-01 00:31:43

 

জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমন্বিত সরকারবিরোধী জোট হিসেবে পরিচিত জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম বৈঠক চলছে। জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পরে এটাই প্রথম বৈঠক। জাতীয় নির্বাচনকে সামনে রেখে ফ্রন্টের কর্মসূচি নির্ধারণের উদ্দেশ্যে এ বৈঠক চলছে।

মঙ্গলবার (১৬ অক্টোবর) দুপুর সোয়া ১২টায় রাজধানীর উত্তরায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রবের বাসায় এ বৈঠক শুরু হয়েছে।  

ঐক্যফ্রন্ট সূত্রে জানা যায়, বৈঠকে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, তানিয়া রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর, গণফোরামের সুব্রত চৌধুরী, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন স্বপন, নাগরিক ঐক্যের সমন্বয়ক শহিদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় কমিটির সদস্য মমিনুল ইসলাম, ড. জায়েদ প্রমুখ।

 

এ সম্পর্কিত আরও খবর