জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট গঠিত

বিবিধ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 04:43:09

ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টকে সমর্থন ও সংহতি জানিয়ে 'জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট' গঠিত হয়েছে।

শনিবার (২০ অক্টোবর) সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাকক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে আহবায়ক ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকনকে সদস্য সচিব করে ৩০১ সদস্য বিশিষ্ট এ ফ্রন্ট গঠন করা হয়।

গণতন্ত্র, স্বাধীন বিচার ব্যবস্থা, আইনের শাসন প্রতিষ্ঠা ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষে এ ফ্রন্ট গঠন করা হয়েছে মর্মে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বার্তা২৪কে জানান।

সভায় ১৯ সদস্য বিশিষ্ট স্টিয়ারিং কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন, ব্যারিস্টার মইনুল হোসেন, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সুব্রত চৌধুরী, গরিব নেওয়াজ মোহাম্মদ, কেএম জাবির, জগলুল হায়দার আফ্রিক, মো. সানাউল্লাহ মিয়া, মো. মাসুদ আহমেদ তালুকদার, শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, গোলাম মোস্তফা খান, এসএম কামাল উদ্দিন, সৈয়দ মাহবুব হোসেন, মুহম্মদ শফিউদ্দিন ভুইয়া, ড. এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ, শাহ আহমেদ বাদল, রকিব উদ্দিন, মো. মুনসুর রহমান, মো. ইউসুফ আলী ও আজাদ মাহমুদ।

আগামী ২৫ অক্টোবর সুপ্রিমকোর্টে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের প্রথম সভা ডাকা হয়েছে।

দেশের সকল জেলা বারে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের ব্যানারে পর্যায়ক্রমে আইনজীবী সভা করার সিদ্ধান্তও গৃহীত হয়।

এ সম্পর্কিত আরও খবর