১৪ শর্তে সিলেটে সমাবেশের অনুমতি পেল ঐক্যফ্রন্ট

বিবিধ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 21:56:47

২৪ অক্টোবর সিলেটে সমাবেশ করার অনুমতি পেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। তবে প্রশাসনের পক্ষ থেকে ১৪ টি শর্ত জুড়িয়ে দেয়া হয়েছে।

রোববার (২১ অক্টোবর) বিকেলে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ সমাবেশের অনুমতি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে জাতীয় ঐক্যজোটের সমাবেশের অনুমতি চেয়ে আবেদন দুই দফায় ফিরিয়ে দেয় পুলিশ। প্রথমে ২৩ অক্টোবর সিলেট রেজিস্ট্রারি মাঠে সমাবেশ করার অনুমতি চায় ঐক্যফ্রন্ট। ওইদিন অনুমতি না পেয়ে পরদিন একইস্থানে সমাবেশ করার জন্য অনুমতি চাওয়া হয়। সে আবেদনও ঝুলিয়ে রাখে পুলিশ।

এ অবস্থায় রোববার দুপুরে হাইকোর্টে রিট করেন বিএনপি নেতা আলী আহমদ। সোমবার এই রিটের শুনানির তারিখ ধার্য করেছিলো আদালত। তবে তার আগেই পুলিশ সমাবেশের অনুমতি প্রদানের কথা জানায়।

যদিও রোববার সকালেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, জাতীয় ঐক্যফ্রন্টকে সিলেটে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছিলো। অনুমতি পেয়েও এ নিয়ে তারা নাটক  করেছে।

ড. কামাল হোসেনের নেতৃত্বাধিন সরকারবিরোধী এই জোট ২৪ অক্টোবরের সিলেট সফরের মধ্য দিয়েই তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবে।

এ সম্পর্কিত আরও খবর