সৈয়দ আশরাফের দুই ভাই কিশোরগঞ্জের ভোটার হতে চান

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 09:28:53

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে কিশোরগঞ্জ সদরের ভোটার হতে আবেদন করেছেন মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের দুই ছেলে এবং সদর আসনের সংসদ সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের ভাই ড. সৈয়দ শরীফুল ইসলাম এবং ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম।

তাঁরা কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসারের কাছে নতুন ভোটার হওয়ার আবেদন ফরম জমা দিয়েছেন। কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসার ফরিদ আহমেদ বিষয়টি সোমবার (২২ অক্টোবর) নিশ্চিত করেন।

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিন ড. সৈয়দ শরীফুল ইসলাম এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুক্তিযোদ্ধা ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম ছাড়াও সৈয়দ আশরাফের আরেক ভাই হলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ শাফায়েতুল ইসলাম।

চার ভাইয়ের মধ্যে সৈয়দ আশরাফুল ইসলাম ও সৈয়দ শাফায়েতুল ইসলাম আগে থেকেই কিশোরগঞ্জ সদরের ভোটার। এবার ভোটার হতে যাচ্ছেন বাকি দুই ভাই ড. সৈয়দ শরীফুল ইসলাম  এবং ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম।

কয়েক মাস ধরে বিদেশের হাসপাতালে একটানা চিকিৎসাধীন থাকায় আসন্ন নির্বাচনে সৈয়দ আশরাফের অংশ নেওয়ার ব্যাপারে স্পষ্ট কিছু জানা না গেলেও তাঁর দুই ভাইয়ের ভোটার হওয়ার আগ্রহে কিশোরগঞ্জের রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর