সমাবেশের প্রস্তুতি নিচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট

বিবিধ, রাজনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 01:25:29

বেশ জোরেসোরে সমাবেশের প্রস্তুতি নিচ্ছে সরকারবিরোধী নতুন জোট জাতীয় ঐক্যফ্রন্ট। আগামীকাল বুধবার (২৪ অক্টোবর) বিকেলে সিলেট নগরীর রেজিস্টারি মাঠে সমাবেশ করবে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন এই ঐক্যফ্রন্ট। মঞ্চ নির্মাণের কাজ চলছে। সমাবেশে উপস্থিতির ব্যাপারেও বেশ আশাবাদী বিএনপি।

নানা নাটকীয়তার পর সিলেটে সমাবেশের অনুমতি পায় জাতীয় ঐক্যফ্রন্ট। এই সমাবেশের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে জাতীয় ঐক্যফ্রন্ট। সমাবেশকে সফল করতে সিলেটে বিএনপি দফায় দফায় বৈঠক করছে। শরিকরাও তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছে।

সিলেটে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। প্রধান বক্তা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সভাপতিত্ব করবেন সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী।

এছাড়াও আ স ম আব্দুর রব, ড. জাফরুল্লাহ চৌধুরী, ব্যারিস্টার মইনুল হোসেন, সুলতান মুহাম্মদ মনসুর, মাহমুদুর রহমান মান্নাসহ ঐক্যফ্রন্টের প্রায় সব শীর্ষ নেতারই উপস্থিত থাকার কথা ছিল। তবে ব্যারিস্টার মইনুল হোসেন গ্রেফতার হওয়ায় এবং ড. জাফরুল্লাহ চৌধুরীর জনসভায় যোগদান অনিশ্চিত।

নাগরিক ঐক্যের সিলেট জেলা শাখার সিনিয়র সদস্য অ্যাডভোকেট দেওয়ান মিনহাজ গাজী জানান, ২৪ অক্টোবরের সমাবেশ সফল করতে তারা প্রস্তুত রয়েছেন।

গণফোরামের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলেন্দু দেব জানান, বিএনপি বড় দল হওয়ায় তাদের কর্মকাণ্ড সহজেই সবার চোখে পড়ে। জাতীয় ঐক্যফ্রন্টের সবাই কাজ করছে।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জাতীয় ঐক্যফ্রন্টের সিলেটের সমন্বয়ক আলী আহমদ জানান, জাতীয় ঐক্যফ্রন্ট মানুষের মুক্তির বার্তা নিয়ে এসেছে। গণতন্ত্র উদ্ধারের দাবি নিয়ে এসেছে। তাই সিলেটের সাধারণ মানুষের মধ্যে এই ঐক্য ব্যাপক সাড়া ফেলেছে।

এ সম্পর্কিত আরও খবর