কিশোরগঞ্জ-৫ আসনে আ. লীগের নতুন প্রার্থীর দাবি 

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 19:47:01

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের বর্তমান সংসদ সদস্য (এমপি) আফজাল হোসেনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছেন আওয়ামী লীগ দলীয় মনোনয়নপ্রত্যাশীরা। কিছুদিন আগে ছাত্রলীগ নেতারাও কর্মসূচি পালন করে বর্তমান এমপি'র বিরুদ্ধে। এ নিয়ে জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে উত্তপ্ত কিশোরগঞ্জ-৫ আসনের রাজনীতি। এ আসনে নতুন প্রার্থীর দাবিতে দলের নেতা-কর্মীদের সরব তৎপরতা ক্রমেই বাড়ছে। 

ত্যাগী, যোগ্য ও শিক্ষিত যে কোনো নতুন প্রার্থীকে আগামী সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন দেয়ার দাবিতে এমপি বিরোধীরা আনুষ্ঠানিক সমাবেশেও মিলিত হচ্ছেন। ইউনিয়নে ইউনিয়নেও সভা-সমাবেশ করছেন তারা। বলছেন, 'বর্তমান এমপি'র বদলে অন্য কাউকে মনোনয়ন দিলে একযোগে কাজ করবেন সবাই।'

চলতি সমাপ্তেই এমপি বিরোধীরা সবচেয়ে বড় শো ডাউন করে বাজিতপুর উপজেলার সরারচর বাজারে। মনোনয়ন প্রত্যাশী সকলেই মিলিত হন সে সমাবেশে। উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অজয় কর খোকন, সাবেক বাজিতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলাউল হক, সিনিয়র আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নূরুন্নবী বাদল, জেলা কৃষক লীগের সহ-সভাপতি ফারুক আহমেদ বাবুল প্রমুখ।

অ্যাডভোকেট নূরুন্নবী বাদলের সভাপতিত্বে এ সমাবেশে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন নিকলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন, নিকলী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম রহমান গোলাপ, নিকলী উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক আজিজুল হক লিটন, বাজিতপুর সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভিপি এরশাদুল ইসলাম স্বপন, বাজিতপুরের হালিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঈনুদ্দিন আহমেদ, বাজিতপুরের ছাতিরচর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জামাল উদ্দিন প্রমুখ।

কিছুদিন আগে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা রুজু এবং নির্যাতনসহ বিভিন্ন অভিযোগ এনে সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতারা কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আফজাল হোসেনকে বয়কটের ডাক দেন। কয়েকশ’ মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা এবং পথসভা করেন প্রতিবাদকারীরা। তারা সরকারের ভিশন পূরণ ও এলাকার সামগ্রিক উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালনের স্বার্থে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে নতুন, শিক্ষিত, যোগ্য রাজনীতি সচেতন প্রার্থীকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেয়ার দাবি জানান। এতে বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান রাজু, বাজিতপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম, যুবলীগের কেন্দ্রীয় সদস্য শাখাওয়াত হোসেন আরকান, ভৈরব উপজেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক অরুণ আল আজাদ, বাজিতপুর উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা মো. নজরুল ইসলাম, ছাত্রলীগ নেতা সাকিবুল ইসলাম সাকিব, বাজিতপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি ইমদাদুল হক শুভ্র, সাধারণ সম্পাদক মো. ইজাজুল হক, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সাইফুল ইসলাম, জেলা ছাত্রলীগের সদস্য উবায়দুল হক দীপু, বাজিতপুর উপজেলা ছাত্রলীগ নেতা মো. মহসিন প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর