আ'লীগের কার্যনির্বাহী সংসদের সভা বৃহস্পতিবার

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 00:15:16

প্রায় দীর্ঘ এক বছর পর বসছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর)। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে স্বাস্থ্য বিধি মেনে সভা অনুষ্ঠিত হবে।

বুধবার( ৮ সেপ্টেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করবেন দলের সভাপতি শেখ হাসিনা।

করোনার কারণে দলের এই বৈঠক দীর্ঘদিন হয়নি। সর্বশেষ গত বছর ৩ অক্টোবর সর্বশেষ সীমিত পরিসরে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।  ৮১ সদস্যের মধ্যে ওই সভায় ৩২ সদস্য উপস্থিত ছিলেন। একবছর পর অনুষ্ঠিতব্য আগামীকালের সভায় উপস্থিত থাকবেন প্রায় ৫০ জনের মতো নেতা।

যারা উপস্থিত থাকবেন তাদের মধ্যে সভাপতিমণ্ডলীর সদস্য ১০ জন, যুগ্ম সাধারণ সম্পাদক তিনজন, সকল সাংগঠনিক সম্পাদক, সম্পাদকমণ্ডলীর সদস্য ১২ জন এবং কার্যনির্বাহী সদস্য ১০ জন থাকবেন।

আমন্ত্রিত প্রত্যেকের ইতোমধ্যে করোনা পরীক্ষা করা হয়েছে। যারা নেগেটিভ হবেন তারাই সভায় যোগ দেবেন। 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুরোধ জানিয়েছেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আমন্ত্রিত সদস্যদের যথাযথভাবে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে উপস্থিত থাকার জন্য।

সভার আলোচনা বিষয় কি হতে পারে এমন প্রশ্নের জবাবে গত রবিবার (৪ সেপ্টেম্বর) ক্ষমতাসীন দলটির সভাপতি মন্ডলির সদস্য ও সাবেক বানিজ্যমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবঃ ফারুক খান বার্তা২৪.কমকে বলেছিলেন, 'এ ধরণের মিটিংয়ে সাধারণত দলের বিভিন্ন পর্যায়ের চলমান কাউন্সিল নিয়ে আলোচনা হয়। করোনার বর্তামান অবস্থা বিবেচনায় দলের করণীয় এবং সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিতব্য নির্বাচন বিষয়ে আলোচনা হতে পারে।

তবে নতুন করে মেয়াদ শেষে গঠিত নির্বাচন কমিশনের রুপরেখা নিয়ে এই বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা কম বলে তিনি জানান।

এ সম্পর্কিত আরও খবর