কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে মিটিং করবে বিএনপির সিনিয়র নেতারা

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 12:55:07

বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে মিটিং করবে দলটির সিনিয়র নেতারা। ১৪ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত পৃথক পৃথক এ মিটিং অনুষ্ঠিত হবে।

রোববার (১২ সেপ্টেম্বর) দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স সাংবাদিকদের এ কথা জানান।

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ মিটিংয়ের আহবান করেছেন। লন্ডন থেকে ভার্চুয়ালি মিটিংয়ের সভাপতিত্ব করবেন তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির নির্ধারিত সদস্যগণও এ সময় উপস্থিত থাকবেন।

আগামী ১৪ সেপ্টেম্বর জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্যের সঙ্গে মিটিং। ১৫ সেপ্টেম্বর জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক, সহ সম্পাদক এবং ১৬ সেপ্টেম্বর অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সভা অনুষ্ঠিত হবে।

প্রতিদিন বিকাল সাড়ে ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কিত আরও খবর