নিজেদের মধ্যে ঐক্য করার আহ্বান ফখরুলের

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 02:07:08

নিজেদের মধ্যে ঐক্য সৃষ্টি করার আহ্বান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে কৃষক দলের নব নির্বাচিত কমিটির নেতারা দেখা করতে এলে মির্জা ফখরুল এ আহ্বান জানান।

খালেদা জিয়া অন্তরীণ, তারেক রহমান নির্বাসনে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আমাদের দায়িত্ব নিজেদের মধ্যে ঐক্য সৃষ্টি করা।

মির্জা ফখরুল বলেন, দেশের কৃষকরা করোনায় সবচেয়ে বেশি অবহেলিত। তারা কোনও সাহায্য পায় নাই। করোনায় কৃষকরা কোনও প্রণোদনা পায়নি।

নতুন কমিটির নেতাদের উদ্দেশ্যে ফখরুল বলেন, জাতির যুগ সন্ধিক্ষণে কৃষক দলের নতুন কমিটি হয়েছে। তাদের দায়িত্ব অনেক বেশি। অতি দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে হবে। সারাদেশের কৃষকদের সংগঠিত করতে হবে।

অতীতে যারা কৃষক দল করেছেন, তাদেরকে সঙ্গে নিয়ে কমিটি পূর্ণাঙ্গ করার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির প্রচার বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কৃষক দলের নতুন সভাপতি হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, বেগম খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদারসহ অনেকে।

এ সম্পর্কিত আরও খবর