প্রমাণিত হয়েছে আ’লীগ অংশগ্রহণমূলক নির্বাচন চায়: হানিফ

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 12:18:31

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপের প্রস্তাবকে স্বাগত জানানোর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ অংশগ্রহণমূলক নির্বাচন চায়- বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

মঙ্গলবার (৩০ অক্টোবর) রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কৃষক লীগের আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, ‘ঐক্যফ্রন্ট আওয়ামী লীগ সভানেত্রীর সাথে দেখা করতে চেয়েছেন। তিনি এটিকে স্বাগত জানিয়েছেন। বিএনপি বলতো, আওয়ামী লীগ এক দলীয় নির্বাচন করতে চায়। এর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, আওয়ামী লীগ চায় সকল দল অংশগ্রহণ করুক।’

ঐক্যফ্রন্টের সমালোচনা করে তিনি বলেন, ‘ঐক্যফ্রন্ট খালেদা জিয়ার মুক্তি চাইছেন। পরিষ্কার বলতে চাই, বাংলাদেশের আইন সকলের জন্য সমান।’

হানিফ বলেন, ‘ঐক্যফ্রন্টের মধ্যে এমন ব্যাক্তিও আছেন যারা দেশের স্বার্থের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছন। এই ঐক্যফ্রন্টের এক নেতা কিছুদিন আছে সেনাবাহিনী সম্পর্কে যে কথা বলেছেন এটা চরম উষ্কানীমূলক।’

তিনি বলেন, ‘যারা রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে, যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চায়, তাদের নিয়ে ঐক্যফ্রন্ট জাতির কোন কল্যাণে আসবে না। আজকে ঐক্যফ্রন্ট নীতি আদর্শহীন একটা জোটে রুপান্তরিত হয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর