বিএনপি চক্রকে রাষ্ট্রক্ষমতার বাইরে রাখতে হবে: তথ্যমন্ত্রী

বিবিধ, রাজনীতি

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 02:04:58

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, 'জাসদ আর সামরিক সরকার চায় না। জাসদ জামাত-জঙ্গি, রাজাকারদের দোসর বিএনপি সরকারও চায় না। বাংলাদেশকে যদি বৈষম্যমুক্তির পথে এগিয়ে নিতে হয়, তাহলে আবারও বিএনপি চক্রকে রাষ্ট্র ক্ষমতার বাইরেই রাখতে হবে।‘

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। বুধবার (৩১ অক্টোবর) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সমাবেশেটি অনুষ্ঠিত হয়।

হাসানুল হক ইনু বলেন, 'কোনো অবস্থাতেই নির্বাচনকে সামনে রেখে খালেদা-তারেকের সঙ্গে একচুল ছাড় দিয়ে রাজনীতি হবে না। আজকে যারা গণতন্ত্রকে জিম্মি করে, নির্বাচনের অজুহাতে দুর্নীতিবাজ খালেদা ও খুনি তারেক রহমানকে রাজনীতির মাঠে হালাল করতে চাইছে তাদের প্রতিহত করতে হবে।’

সমাবেশে জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার বলেন, 'শোষক শ্রেণী, নিপীড়কদের হাতে দেশের ৯৯ ভাগ সম্পদ রয়েছে। এদের বিরুদ্ধে লড়াইয়ের জন্যই জাসদের জন্ম হয়েছিল। জাসদ তাদের আদর্শ থেকে বিন্দুমাত্র বিচ্যূত হয়নি।'

মীর আখতার হোসাইনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাসদের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, সহ-সভাপতি মহর আলী চৌধুরী, শফিউদ্দিন মোল্লা, শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য বীরপ্রতীক সার্জেন্ট রফিকুল ইসলাম, জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক প্রমুখ।

সমাবেশের পর একটি মশাল মিছিল বের করে জাসদ। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে শুরু হয়ে জাসদ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এ সম্পর্কিত আরও খবর