নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষ

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 12:10:12

রাজধানীর নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল বিএনপির। বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত মিছিল করার কথা ছিল। মিছিল নিয়ে কাকরাইল মোড়ের কাছে আসতেই সংঘর্ষ শুরু হয়।

বিএনপি-পুলিশ সংঘর্ষে সাংবাদিক আহত হয়েছেন

এসময় বিএনপি নেতাকর্মীদের পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে দেখা যায়। পুলিশও আত্মরক্ষার্থে টিয়ারশেল নিক্ষেপ করে।

বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রাখে পুলিশ। এর মধ্যেই সকাল ১০টার দিকে কার্যালয়ের গেইটের সামনে দলের নেতাকর্মীদের মিছিল করতে দেখা যায়। এ সময় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

পুলিশ বিএনপি নেতাকর্মীদের লাঠিপেটা করছে

তিনি বলেন, আমাদের বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তবে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির মিছিল করবোই।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, দলের কার্যালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না তাঁদেরকে। পল্টন কার্যালয়ের সামনেও কাউকে দাঁড়াতে দিচ্ছে না পুলিশ। বিএনপির দুই কর্মীকে গ্রেফতারের অভিযোগ করেছেন তাঁরা।

বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ছে

কর্মসূচির অংশ হিসেবে কার্যালের সামনে অস্থায়ী মঞ্চ করে বিএনপি। পরে এখন থেকে মিছিল নিয়ে কাকরাইল মোড়ের দিকে যায় বিএনপি নেতাকর্মীরা। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সম্পর্কিত আরও খবর