খালেদাকে কারাগারে রেখে নির্বাচনে অংশগ্রহণ আত্মঘাতী: রিজভী

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-07-02 22:10:03

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে নির্বাচনে অংশগ্রহণ করলে তা হবে দলের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত- বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। 

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন করা মানে তার ক্ষমতা চিরস্থায়ী করার নীতি বাস্তবায়ন করা। সরকার অনমনীয় মনোভাব দেখাতে থাকলে মাথা উঁচু করে সাত দফা দাবি রাজপথেই আদায় করতে হবে।’

শুক্রবার (২ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

রিজভী বলেন, ‘দেশকে গণতন্ত্রমূখী করতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। আর নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন করা হবে মৃত্যুকুপে ঝাঁপ দেওয়া। যে সরকার জনমতকে পাত্তা দেয় না, সেই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করা, বোকার স্বর্গে বাস করা।’ 

তিনি বলেন, ‘সংলাপের জিগির তুলে একদিকে জনগণকে দেখাচ্ছে তারা কত আন্তরিক, অন্যদিকে নিষ্ঠুরতা ও পাশবিকতা অব্যাহত রেখেছে। গায়েবী মামলায় ঝিনাইদহে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত পল্লী চিকিৎসক বৃদ্ধ আব্দুল বারীর পায়ে ডাণ্ডাবেড়ি পরিয়ে অমানবিকভাবে আদালতে তোলা হয়েছে।’ 

গণভবনের সংলাপে প্রধানমন্ত্রী বিএনপি’র রাজনৈতিক মামলায় কারাগারে থাকা নেতাকর্মীদের তালিকা চেয়েছেন এবং তদন্ত করে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন। এ বিষয়ে রিজভী বলেন, তাঁর দশ বছরের শাসনামলে বিরোধী দলের কাদের নামে মামলা দিয়ে বারবার কারাগারে ঢোকানো হচ্ছে, সেটি কী প্রধানমন্ত্রীর অজানা? গতকাল সংলাপ শেষ হওয়ার পরই দেখলাম-টাঙ্গাইল জেলা ছাত্রদলের সভাপতি সালেহ মোহাম্মদ ইথেনকে গ্রেফতার করা হয়েছে।’

রিজভী বলেন, সংলাপে সরকারের একগুঁয়ে মনোভাব গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য অশনি সংকেত। মানুষের মনে যে আশাবাদ জেগে উঠেছিল, সংলাপ শেষে সেই আশার মুকুল ঝরতে শুরু করেছে।’

এ সম্পর্কিত আরও খবর