গণভবনে আ’লীগ-বিকল্পধারা সংলাপ শুরু

বিবিধ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 09:08:29

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সঙ্গে সংলাপে বসেছেন বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে যুক্তফ্রন্টের ২১ সদস্যের প্রতিনিধি দল। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শুক্রবার (২ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৮টায় এ সংলাপ শুরু হয়।

এর আগে সন্ধ্যা পৌনে ৭টায় বারিধারা ডিওএইচএস থেকে যুক্তফ্রন্ট ও বিকল্পধারার প্রতিনিধি দল গণভবনের পথে রওনা হন। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে গণভবনে পৌঁছায় তারা।

একাদশ সংসদ নির্বাচন নিয়ে ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের সঙ্গে এ সংলাপে বসেছেন যুক্তফ্রন্টের প্রতিনিধিরা। ১৪ দলীয় জোটের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

ফ্রন্টের পক্ষ থেকে প্রথমে ১৫ সদস্যের সংলাপে অংশগ্রহণের কথা থাকলেও পরবর্তীতে ৬ সদস্যকে অন্তর্ভুক্তি করা হয়।

বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য  শমসের মবিন চৌধুরী, গোলাম সারোয়ার মিলন, আবদুর রউফ মান্নান, ইঞ্জিনিয়ার মুহম্মদ ইউসুফ, সহ-সভাপতি মাহমুদা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক, সাবেক সংসদ সদস্য এইচ. এম গোলাম রেজা, বিএলডিপির সভাপতি নাজিম উদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন,  বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপ সভাপতি জেবেল রহমান গানি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপ, মহাসচিব এম, গোলাম মোস্তফা ভুইয়া।

ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি চেয়ারম্যান আলহাজ্ব খোন্দকার গোলাম মোর্ত্তুজা, বাংলাদেশ জনতা পার্টির সভাপতি  শেখ আসাদুজ্জামান, বিকল্পধারা বাংলাদেশ সহ-সভাপতি মাহবুব আলী, বাংলাদেশ জন দল চেয়ারম্যান মাহবুবুর রহমান জয় চৌধুরী, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ইউনাইটেড মাইনরিটি ফ্রন্ট চেয়ারম্যান দীলিপ কুমার দাস,  লেবার পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, সাবেক এমপি মজহারুল হক শাহ্ চৌধুরী, এনডিপির  মহাসচিব মো. মাযহারুল হোসেইন ঈসা

এ সম্পর্কিত আরও খবর