সিলেটের ২১ ইউপিতে নৌকা পেলেন যারা

আওয়ামী লীগ, রাজনীতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট | 2023-09-01 01:12:36

চতুর্থ ধাপে সিলেট জেলার গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনীত প্রার্থী নির্বাচন করেছে আওয়ামী লীগ।

মঙ্গলবার (২৩ নভেম্বর) দলের মনোনয়ন বোর্ডের সভায় এসব প্রার্থী চূড়ান্ত করা হয়।

বিয়ানীবাজার উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে আলী নগরে আহবাবুর রহমান খান, চারখাই ইউপিতে মাহমুদ আলী, দুবাগে আব্দুছ ছালাম, শেওলায় মো. জহুর উদ্দিন, কুড়ারবাজারে মো. বাহার উদ্দিন, মাথিউরায় মো. আমান উদ্দিন, তীলপাড়ায় মো. এমাদ উদ্দিন, মোল্লাপুরে শামীম আহমদ, মুড়িয়ায় হুমায়ন কবীর, লাউতা ইউনিয়নে এম এ জলিল।

গোলাপগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে বাঘা ইউনিয়নে আব্দুস সামাদ, গোলাপগঞ্জ তজম্মুল আলী, ফুলবাড়ি আব্দুল হানিফ খান, লক্ষীপাশায় মাহমুদ আহমদ চৌধুরী, বুধবারীবাজারে আব্দুর রকিব, ঢাকা দক্ষিণে নজরুল ইসলাম, লক্ষণাবন্দে আব্দুল করিম খাঁন, ভাদেশ্বরে সেলিম উদ্দিন পশ্চিম আমুড়ায় সৈয়দ হাছিন আহমদ, উত্তর বাদেপাশায় মোস্তাক আহমদ, শরীফগঞ্জে এম এ মুমিত হীরা।

তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর এসব ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া ২৫ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ২৯ নভেম্বর বাছাই, ৩০ থেকে ২ ডিসেম্বর আপিল। ৩ থেকে ৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি, ৬ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে।

এ সম্পর্কিত আরও খবর