খালেদা প্যারোলে মুক্তি নেবে না: মওদুদ

বিবিধ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 08:01:13

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়া প্যারোলে মুক্তি নেবে না বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

মঙ্গলবার (৬ নভেম্বর) বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার মওদুদ বলেন, ‘আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা প্যারোলে মুক্তি নিয়ে বিদেশে গিয়েছিলেন। তখন আমাদের নেত্রী খালেদা জিয়া প্যারোলে মুক্তি নেন নাই। ওবায়দুল কাদের বলেছেন, চাইলে বিএনপি চেয়ারপারসন প্যারোলে মুক্তি নিতে পারেন।’

‘তখন খালেদা জিয়া যাননি, এখনও তিনি যাবেন না। যতদিন সময় লাগুক না কেন আন্দোলনের মাধ্যমে তাঁকে মুক্ত করা হবে।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সংকট নিরসণে ধৈর্য ধরেছি। সংঘাতের দিকে না গিয়ে সংলাপের পথ বেছে নিয়েছি। সমঝোতার মাধ্যমে দাবি আদায় না হলে মাঠে নামা ছাড়া উপায় থাকবে না। আপনারা প্রস্তুতি নেন। আপনারা মাঠে নামলে ২৪ ঘন্টায় পতন হবে।’

ব্যারিস্টার মওদুদ বলেন, ‘হয় সংলাপে সমঝোতা করুন, না হলে আন্দোলন ভিন্ন পথ নেই। নেতাকর্মীদের গ্রেফতার করবেন না, তাফসিল ঘোষণা করবেন না। আর যদি বুঝি সংলাপ প্রতারণা, তাহলে বিনা চ্যালেঞ্জে নির্বাচন হতে দেওয়া হবে না।’

জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে জনসভায় বক্তৃতা করেন প্রধান অতিথি জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, প্রধান বক্তা জাতীয় গণতান্ত্রিক দলের সভাপতি আসম আব্দুর রব প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর