দুপুরে বিএনপির সমাবেশ, নয়াপল্টনে চলছে প্রস্তুতি

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 23:40:52

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপি'র আহবায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশের জন্য ইতিমধ্যে দলীয় কার্যালয়ের সামনের সড়কে ট্রাকের অস্থায়ী মঞ্চ তৈরি করা হচ্ছে।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এবং ছাত্র দলের দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী মঙ্গলবার সকাল থেকেই মঞ্চ নির্মাণ কার্যক্রম তদারকি করছেন। এর আগে গতকাল রাতেই ঢাকা মহানগরের ২ শাখার শীর্ষ নেতারা মঞ্চ নির্মাণের জন্য যাবতীয় নির্দেশনা দিয়েছেন।

ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে বিভাগীয় সমাবেশের যে পূর্বঘোষিত কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে ঢাকা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। সমাবেশের জন্য ইতিমধ্যেই ট্রাকে করে অস্থায়ী মঞ্চ নির্মাণ কাজ চলছে কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে।

দুপুর একটায় এই সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

আরও পড়ুন: বিএনপির লাগাতার কর্মসূচি ঘোষণা

এ সম্পর্কিত আরও খবর