গণভবনে ঐক্যফ্রন্টের নেতারা

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-03 19:01:06

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপের জন্য গণভবনে প্রবেশ করেন ঐক্যফ্রন্টে নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনসহ কয়েকজন নেতা।

বুধবার (৭ নভেম্বর) সকাল ১০টা ২৪ মিনিট গণভবনের মূল ফটক দিয়ে প্রবেশ করতে দেখা গেছে।

এর আগে সকাল ৯ টা ৫০ মিনিটে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের নেতৃত্বে তারা বেইলি রোডের বাসা থেকে রওনা হন।

গণভবনের প্রবেশ পথে আ স ম রব বলেন- নিরপেক্ষ  নির্বাচনসহ সব দাবি নিয়ে আলোচনা হবে।

বেলা ১১ টায় গণভবনে আওয়ামী লীগের সঙ্গে ঐক্যফ্রন্টের দ্বিতীয় দফায় সংলাপ শুরু হবে। আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে ঐক্যফ্রন্টের পক্ষের নেতৃত্ব দিবেন ড. কামাল হোসেন।

সংলাপে যারা থাকছেন,

ড. কামাল হোসেন, মির্জা ফখরুল, খন্দকার মোশরারফ, ব্যারিস্টার মওদুদ, মোস্তফা মহসিন মন্টু, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, এস এম আকরাম, আবদুল মালেক রতন, সুলতান মোহাম্মদ মুনসুর , আ স ম আব্দুর রর।

গত ১ নভেম্বর সাত দফা দাবি তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সংলাপে বসেন ঐক্যফ্রন্টের নেতারা। সাড়ে তিন ঘণ্টার বৈঠক শেষে ‘সংলাপ ভালো হলেও সমাধান পাননি’ বলে মন্তব্য করেছিলেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ‘ আলোচনার জন্য প্রধানমন্ত্রীর দরজা খোলা আছে। এরেই প্রেক্ষিতে এ সংলাপ।

 

এ সম্পর্কিত আরও খবর