গণভবনের সামনে নিরাপত্তা জোরদার

বিবিধ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 15:57:28

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল ও জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে দ্বিতীয় দফা সংলাপকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে গণভবনের সামনের সড়কও আশেপাশের এলাকায়। এসপিবিএন এর নিয়মিত সদস্যদের পাশাপাশিও মোতায়েন করা হয়েছে  অতিরিক্ত পুলিশ সদস্য।

বুধবার (৭ নভেম্বর) গণভবনের ২নং গেইটের আশপাশের এলাকা ঘুরে এ চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, সংলাপ শুরুর আগে ১৪ দল ও ঐক্যফ্রন্টের নেতারা গণভবনে আসার আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় গণভবনের আশপাশ এলাকায়। তবে সংলাপ শুরুর হওয়ার পর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংখ্যা বাড়তে থাকে।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রধানমন্ত্রীর বাসভবন এলাকায় সব সময়ই নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকে। তবে সংলাপ উপলক্ষ নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংখ্যাটা কিছুটা বাড়ানো হয়েছে।

এ বিষয়ে গণভবনে দায়িত্বরত এসপিবিএন সদস্য এএসআই নাজমুল বার্তা২৪.কমকে বলেন, ‘এসপিবিএন সদস্যদের সংখ্যা স্বাভাবিক রয়েছে। তবে ডিএমপির পুলিশের সংখ্যা কিছুটা বাড়ানো হয়েছে গণভবন এলাকায়।’

এ সম্পর্কিত আরও খবর