‘চিকিৎসকরা খালেদা জিয়াকে কারাগারে পাঠাতে একমত ছিলেন না’

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 13:15:00

মেডিকেল বোর্ডের কোনো চিকিৎসক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর বিষয়ে একমত ছিলেন না বলে অভিযোগ করেছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘জুনিয়র একজন ডাক্তারকে চাপ দিয়ে দুপুর ১টার পর হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র নেয়।’

বৃহস্পতিবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ডা. সাইফুল ইসলাম এসব কথা বলেন। খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়েই কারাগারে স্থানান্তরের প্রতিবাদে ও সুচিকিৎসার দাবিতে সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়।

ডা. সাইফুল ইসলাম বলেন, ‘গেল এক মাসে হাসপাতাল কর্তৃপক্ষ গণমাধ্যমে খালেদা জিয়ার স্বাস্থ্য অবস্থার সামান্য উন্নতি হয়েছে বলে জানাননি। শুধু তাই নয় উন্নতির ইঙ্গিত পর্যন্ত দেয়নি। সংবাদ সম্মেলনে বিএসএমএমইউ কর্তৃপক্ষ খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতির কোনো প্রমাণ নিশ্চিত করতে পারেনি।’

তিনি বলেন, ‘বিশ্বস্ত সূত্রে জানা যায় মেডিক্যাল বোর্ডের ডা. আব্দুল জলিল চৌধুরী বর্তমানে দেশে নেই। এছাড়া ডা. বদরুন্নেসাও দেশে নাই। দেশে থাকা মেডিকেড বোর্ডের অন্য ডাক্তারগণ তাঁকে (খালেদা জিয়া) হাসপাতাল ত্যাগের বিষয়ে কোন আভাস দেয়নি।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিশ্ববিদ্যালয় নিয়মিত চিকিৎসক নয়, এমন একজন কনিষ্ঠ চিকিৎসক, যিনি বেগম জিয়ার স্বাস্থ্যের বিষয়ে অবগত ছিলেন না, এমন ডাক্তারকে চাপ দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র নেয়। কোনো জ্যেষ্ঠ ডাক্তার বেগম খালেদা জিয়াকে সরাসরি বিষয়টি অবগত করেননি।’

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘যে হুইল চেয়ারে কারাগার থেকে খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে আসা হয়, সেই হুইল চেয়ারে পুনরায় তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। এ থেকে প্রমানিত হয় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. আব্দুল কুদ্দুস, ডা. এ কে এম আমিনুল হক, ডা. সিরাজ উদ্দিন আহম্মেদ প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর