চরম অমানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে বিএনপি, মন্তব্য করে তথ্য ও সম্প্রসার মন্ত্রী হাসান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশে ফিরে আসেন তখন ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে একটা মিলাদ দিতে চেয়েছিলেন কিন্ত জিয়াউর রহমান তা করতে দেয়নি। গ্রেনেড হামলায় আওয়ামী লীগের ২৪ জন নেতাকর্মীকে হত্যা করেছেন, সংসদে একটা শোক প্রস্তাব করতে দেয়নি। তখন মানবাধিকারের কথা মনে ছিল না বিএনপির। এখন তারাই আবার মানবাধিকারের কথা বলছে।'
শুক্রবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, 'খালেদা জিয়ার প্রতি যে মানবিকতা প্রদর্শন করা হয়েছে, সেটির জন্য বিএনপির সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত ছিল। বরং প্রতিনিয়ত বিষোদ্গার করছে। খালেদা জিয়া জন্ম তারিখ বদলে ১৫ আগস্ট কেক কাটেন। ক্ষমতায় থাকাকালে নিজের পুত্রের নেতৃত্বে গ্রেনেড হামলা করেছিলেন। এরপরেও প্রধানমন্ত্রী যে মানবিকতা দেখিয়েছেন, সেটি অতুলনীয়। সেটির প্রশংসা তারা করছে না। খালেদা জিয়ার দুই দফা ক্ষমতার থাকার সময় কোনও দণ্ডপ্রাপ্ত আসামির ওপর এ ধরনের মানবিকতা দেখিয়েছেন কিনা, সেই উদাহরণটা দেখাক। সেটিও তারা বলতে পারছেন না।'
মানবাধিকার নিয়ে তথ্য হাসান মাহমুদ বলেন, 'মানবাধিকার নিজের ঘর থেকে শুরু করতে হবে। নিজের প্রতিবেশীদের সাথে মানবিক আচরণ করতে হবে। অনেক দেশ আছে যারা মানবাধিকার নিয়ে কথা বলেন কিন্ত তাদের মধ্যেই মানবাধিকার নেই৷ তাদেরকে আমরা মানবাধিকার রক্ষার আহ্বান জানাই।'