আমার দৃঢ় বিশ্বাস জনগণ আমাকে ভোট দিবে: আইভী

, রাজনীতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নারায়ণগঞ্জ | 2023-08-23 15:29:50

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও সদ্য সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘কে মাঠে কোন মার্কা নিয়ে আসবে সেটা আমার দেখার ব্যাপার না। আমার আস্থা আমার জনগণ। আমার জনগণ আমাকে দীর্ঘদিন দেখেছে আমি কাজ করছি মানুষের জন্য, মানুষের কল্যাণে। আমার দৃঢ় বিশ্বাস জনগণ আমাকে ভোট দিবে।’ 

বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে মনোনয়নপত্র জমা দেয়ার পর দেওভোগে নিজ বাসায় সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘প্রত্যেকটা মানুষেরই নিজস্ব কৌশল থাকতে পারে। অথবা কোন দলের নিজস্ব কৌশল থাকতে পারে। আমি তো আর সেই ব্যাপারে বলতে পারবো না। আমি আমার দলের কৌশলটা বলতে পারবো। অন্যদের কথা আমার পক্ষে বলাটা ঠিক না এবং আমি জানিও না আসলে তাদের কী কৌশল। আমার দলের কৌশল সরাসরি ও খোলামেলা। তা হলো, নৌকা নিয়ে নির্বাচন করতে হবে। দল আমাকে মনোনীত করেছে। আমি নৌকা নিয়েই নির্বাচন করবো। কে মাঠে কোন মার্কা নিয়ে আসবে সেটা আমার দেখার ব্যাপার না।

সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে পূর্বেও মার্কা ছিল না। কিন্তু দল সমর্থিত প্রার্থী থাকতো। সেক্ষেত্রে কার কী কৌশল তা তো জানার কথা না। মার্কাটাই মুখ্য ব্যাপার না, এখানে ব্যক্তি ইমেজেরও একটা ব্যাপার আছে। দেখা যাক কী হয়, ইনশাআল্লাহ’

আমি ব্যক্তিগতভাবে তৃতীয়বারের মতো সরকারি দল থেকে নির্বাচন করছি। ২০০৩ এ আমি বিরোধী দলে ছিলাম। তখন থেকে এখন পর্যন্ত আমার জোরালো দাবি ছিল যে, সুষ্ঠু নির্বাচন হতে হবে। এবারও ইনশাআল্লাহ সুষ্ঠু নির্বাচন হবে। নারায়ণগঞ্জের ব্যাপারে আমার মনে হয় না কারও কোনো দ্বিমত আছে যে, এখানে একটা সুষ্ঠু নিরপেক্ষ স্বাভাবিক নির্বাচন হয়।’

তিনি বলেন, ‘গত সপ্তাহে কিন্তু জেলা ও মহানগর আওয়ামী লীগ আমাকে সমর্থন করেছে। ব্যক্তি বিশেষ একটু নাখোশ থাকতেই পারে। এটা এই রকম দোষনীয় কিছু না। আওয়ামী লীগ একটা বিশাল বড় দল। সেখানে দু-একজন ব্যক্তিগতভাবে আমাকে পছন্দ নাও করতে পারে এটা এই রকম যে ক্ষতি হয়ে যাবে তা আমি মনে করি না। আমি মনে করি এন্ড অফ দ্যা ডে সকলেই নৌকার পালে হাওয়া লাগবে।’

এ সম্পর্কিত আরও খবর