আদাবরে আ.লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

বিবিধ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 01:29:53

রাজধানীর আদাবর শিয়া এলাকায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার ১১ নভেম্বর বেলা সাড়ে ১০টার দিকে আদাবর শিয়া মসজিদ এলাকায় নবোদয় হাউজিংয়ের পাশে এ ঘটনা ঘটে। আদাবর থানার ওসি কাওসার আহমেদ বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে স্থানীয়রা জানা যায়, মনোনয়ন ফরম তোলা কেন্দ্র করে জাহাঙ্গীর কবির নানক ও  সাদেক খানের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ ঘটনা ঘটে।

এ বিষয়ে আদাবর থানার ওসি কাওসার আহমেদ বার্তা২৪.কমকে বলেন, আওয়ামী লীগের কর্মী সমর্থকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধেছিল। এখন আশাপাশে পরিবেশ পরিস্থিতি শান্ত আছে।

উল্লেখ্য, শুক্রবার সকাল ১০টা থেকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের পাশে নতুন নির্বাচনী অফিসে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। ওই দিন দলীয় মনোনয়নের ১৭০০ ফরম বিক্রি হয়। এর মধ্যে চট্টগ্রাম ব্যতীত বাকি সাত বিভাগের মধ্যে ঢাকায় ৬৯৩টি, খুলনায় ১৮১, ময়মনসিংহে ১৬১, রাজশাহীতে ১৭৬, রংপুরে ১২০, সিলেটে ৭২ ও বরিশালে ১৫১টি ফরম বিক্রি হয়।

এ সম্পর্কিত আরও খবর