তফসিল ঘোষণনায় ভোটারদের ‍মুড অফ: রিজভী

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 05:33:09

নির্বাচন কমিশনের তফসিল ঘোষণায় ভোটারদের মুড অফ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, `শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার স্বার্থে একতরফা নির্বাচনের জন্য তাড়াহুড়ো করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই ঘোষণায় সারাদেশের ভোটারদের মুড অফ।’

শনিবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্রযালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক বা নির্বাচনী মাঠ সমতল করার কোনো গরজ নির্বাচন কমিশনের নেই। আওয়ামী লীগ কখনোই প্রতিযোগিতামূলক অবাধ নির্বাচনে বিশ্বাস করে না। নিজেদের স্বার্থে যখন যা ইচ্ছা তারা তাই করতে পারে।

তিনি বলেন, ‘আওয়ামী লীগই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য আন্দোলন করেছে, আবার তারাই সংবিধান থেকে সেটি মুছে দিয়েছে। কোনো আধুনিক সভ্য রাজনৈতিক দল একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে না।’

বিএনপি’র এই নেতা বলেন, ‘সংলাপের নামে সরকাররের প্রতারণায় দেশবাসী বিস্মিত ও হতবাক। সরকারের সর্বোচ্চব্যক্তি কিভাবে প্রতিশ্রুতি ভঙ্গ করেন! ‘তিনি (প্রধানমন্ত্রী) বলেছিলেন, নতুন মামলা দেওয়া হবে না ও গ্রেফতার করা হবে না।’ যেদিন বলেছেন, ঠিক সেই রাত থেকেই আরও বেশি মামলা ও গ্রেফতার শুরু হয়েছে।

‘সিইসি তফসিল ঘোষণায় বলেছেন, বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেফতার হয়রানি না করতে, রাজনৈতিক মামলা না দিতে।’ কিন্তু, গতকালই বিরোধী দলের ৩০০’র অধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। দায়ের হচ্ছে নতুন নতুন মামলাও। বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে।’

এ সম্পর্কিত আরও খবর