আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা’ নেয়ার নির্দেশ

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 02:22:36

ঢাকার মোহাম্মদপুর ও আদাবরে সংঘর্ষের মধ্যে গাড়িচাপায় দুই কিশোরের মৃত্যু ঘটনায় জড়িতদের  বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’ নেওয়ার জন্য  নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার(১০ নভেম্বর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলন তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘একটা বিষয়, আজ‌কে অনাকা‌ঙ্খিত অনভি‌প্রেত একটা ঘটনা ঘটে গেছে আদাব‌রে। ‌সে ব্যাপা‌রে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ ক‌রে‌ছি।‌ তি‌নি (শেখ হাসিনা) আমা‌কে ব‌লে‌ছেন স্বরাষ্ট্র মন্ত্রী‌কে তাঁর নি‌র্দেশনা জা‌নি‌য়ে দি‌তে। দুই দি‌নের ম‌ধ্যে এই  ঘটনা তদন্ত ক‌রে রি‌র্পোট জান‌তে চান-যারাই দো‌ষী হোক। এক‌টি চমৎকার শা‌ন্তিপূর্ণ্য প‌রি‌বে‌শে কেনো অনাকা‌ঙ্খিত মর্মা‌ন্তিক ঘটনা ঘট‌লো; এ ব্যাপা‌রে যারাই দায়ি হোক; তা‌দের বিরু‌দ্ধে সরকার ক‌ঠোর ব্যবস্থা নি‌বে।"

যথাসম‌য়ে সং‌বিধান সম্মত শা‌ন্তিপূর্ণ নির্বাচনের দাবি জানি‌য়ে‌ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের দাবি- যথাসম‌য়ে নির্বাচন। সংবিধান সম্মত নির্বাচন। এই তফ‌সিল অনুযা‌য়ি সুষ্ঠু-শা‌ন্তিপূর্ণ নির্বাচন। শা‌ন্তিপূর্ণ নির্বাচ‌নের জন্য এই  তফ‌সিল যথাযথ।’

ঐক্যফ্রন্টের নির্বাচন পেছানোর দাবির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‌‘সেটা নির্বাচন ক‌মিশন জা‌নে। আ‌মি জা‌নি না। য‌দি নির্বাচন ক‌মিশন ম‌নে ক‌রে; তা‌দের দা‌বি ন্যায়সঙ্গত; সেটা তারা ডিসাইড করবে। আওয়ামী লী‌গ সরকা‌রের কোন করণীয় নেই। আমরা চাই, যথাসম‌য়ে নির্বাচন। আমরা প্রস্তুত আছি।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, আবদুর রহমান জাহাঙ্গীর কবির নানক, মাহবুব আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, আ ফ ম বাহাউদ্দীন নাসিম, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, কেন্দ্রীয় সদস্য ইকবাল হোসেন অপু।

এ সম্পর্কিত আরও খবর