গাড়িতে আগুন দেওয়া দুষ্কৃতিকারীকে খুঁজছে পুলিশ

বিবিধ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 08:33:23

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের একাধিক গাড়িতে আগুন  দেয় দুষ্কৃতিকারীরা। আগুন দেওয়া এক দুষ্কৃতিকারীকে খুঁজছে ঢাকা মহানগর পুলিশ।

পুলিশের  কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের ফেসবুক পেজে একটি ছবি আপলাড করে লেখা হয়েছে, ‘একে ধরিয়ে দিন অথবা নাম ঠিকানা জানতে সহযোগিতা করুন। ০১৭১৩৩৭৩১৪৭।’

এদিকে এ ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ছবিতে দুই পক্ষের মন্তব্য আসছে। কেউ বলছে বিএনপির কর্মী আবার কেউ বলছে ক্ষমতাসীন দলের কর্মী।

বুধবার (১৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এই সংঘর্ষ বাধে। চলে বিকাল ৩টা পর্যন্ত। সংঘর্ষে বিএনপির অসংখ্য নেতাকর্মী আহত হন। অন্যদিকে ৭/৮ জন পুলিশ সদস্যও আহত হন। 

এ বিষয়ে ঘটনাস্থলে থাকা মতিঝিল বিভাগের ডিসি আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, ‘বিনা উসকানিতে পুলিশের উপর বিএনপির নেতাকর্মীরা হামলা করেছে।’

এর আগে মনোনয়নপত্র সংগ্রহে বিএনপি কার্যালয়ের বাইরে সকাল থেকে আনন্দঘন পরিবেশে উপচে পড়া ভীড় ছিল।

বেলা ১১টার দিকে নয়াপল্টনে শোডাউন নিয়ে মনোনয়ন ফরম নিতে আসেন ঢাকা-৮ আসনের মনোনয়নপ্রত্যাশী বিএনপি নেতা মির্জা আব্বাস। এ সময় আশেপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। সেটা থেকেই মুলত এই সংঘর্ষে শুরু হয়।

এ সম্পর্কিত আরও খবর