শিক্ষা প্রতিষ্ঠান সভাপতিদের সরাতে ২০ দলীয় জোটের আল্টিমেটাম

বিবিধ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 09:26:05

দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতিদের বাদ দিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।  

২০ দলীয় জোটের শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব:) অলি আহমেদ বলেন, ‘নির্বাচন কমিশনের প্রতি আহবান জানাচ্ছি, ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতিদের বাদ দিতে হবে। অন্যথায় কখনও নির্বাচন সুষ্ঠু হবে না।’ 

তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের পথে যত ধরনের অন্তরায় আছে, সেগুলো সরাতে হবে, সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে।’

কর্ণেল অলি বলেন, ‘যথেষ্ট সন্দেহ আছে আওয়ামী লীগ নির্বাচন করতে দেবে কিনা। কারণ, আওয়ামী লীগ চায় না আমরা নির্বাচনে অংশগ্রহণ করি। কেউ যদি মনে করেন আমরা মাঠ ছেড়ে পালিয়ে যাবো, তাহলে ভুল করবেন। মুক্তিযোদ্ধারা কখনো মাঠ ছেড়ে যায় না।’ মুক্তিযুদ্ধের মতো ভোটযুদ্ধে অংশগ্রহণ করতে তরুণ প্রজন্মকে আহ্বান জানান এলডিপি প্রধান।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ, জাগপার ভারপ্রাপ্ত সভাপতি তাসমিয়া প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্যজোটের সভাপতি অ্যাডভোকেট আব্দুর রকিব প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর