ফুটেজে সবই বিএনপি'র গুণ্ডাদের চেহারা: শেখ হাসিনা

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 06:35:41

নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি’র নেতাকর্মীদের সংঘর্ষের ভিডিও ফুটেজে দেখতে পাওয়া সবই বিএনপি'র গুণ্ডাদের চেহারা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, 'ভিডিও ফুটেজে তো সবার চেহারা দেখা যাচ্ছে। একটাও কি ছাত্রলীগ-যুবলীগের কারো চেহারা আছে? সবই তো বিএনপি'র গুণ্ডাদের চেহারা। সবই তো বিএনপি।'

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) ধানমণ্ডিস্থ তাঁর রাজনৈতিক কার্যালয়ে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনা বলেন, 'সবাই দাবি করলেও নির্বাচন কমিশন নির্বাচনের সময় পিছিয়ে দিয়েছে। সবাই যখন আসলো তখন একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হলো। কিন্তু জনগণ যখন নির্বাচন নিয়ে উৎসবমুখর, তখন বিএনপি’র খুব খারাপ লাগে।'

'সেটাই গতকাল (১৪ নভেম্বর) দেশবাসী দেখল। কোনো কথা নেই, বার্তা নেই, বিএনপি একটা মিছিল নিয়ে আসলো। যেখানে মিছিল নিয়ে আসার কথা না।'

প্রধানমন্ত্রী বলেন, '২০১৫ সালে তারা যেভাবে অগ্নিসন্ত্রাস করেছে এবং মানুষ পোড়ানো ছাড়া বিএনপি কোনো কাজ করতে পারে না- এটাই প্রমাণ করেছে। যা অত্যন্ত দুঃখজনক।'

তিনি বলেন, ‘এ ধরনের কাজ করার পর একজনের দোষ আরেক জনের ঘাড়ে দেওয়ার বিষয়ে তারা পারদর্শী। ভিডিও ফুটেজে দেখা গেল তাদের পরিবারের লোকজন এ কাজ করছে, সেখানে তারা হুট করে বলে দিল, ছাত্রলীগ-যুবলীগের ছেলেরা এ কাজ করেছে। ছাত্রলীগ গেল কখন এবং যাবে কেন?’

সভায় আওয়ামী লীগে মনোনয়ন বোর্ডের সদস্য ওবায়দুল কাদের, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ড. আব্দুর রাজ্জাক, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্লাহ, কর্নেল (অব:) ফারুক  খান, অধ্যাপক ড. আলাউদ্দীন ও রশিদুল আলম অংশ নেন।

এবার একাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন পেতে ৩০০ আসনে ৪ হাজার ২৩ জন মনোনয়ন ফরম তুলেছেন। এর আগে ১১ নভেম্বর রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে সংসদীয় বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সম্পর্কিত আরও খবর