শরিকদের ৬৫-৭০ আসন দেবে আ’লীগ: কাদের

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 10:32:10

জোটের শরিক দলগুলোকে আওয়ামী লীগ আনুমানিক ৬৫-৭০টি আসন দেবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘এর সংখ্যা কমতেও পারে, আবার বাড়তে পারে। এটা ডিপেন্ড করবে ইলেকটেবল ক্যান্ডেডিটের উপর।’ যুক্তফ্রন্ট কোনো তালিকা পাঠায়নি বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বিকালে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘মনোনয়ন বোর্ডের সভায় নির্বাচন সংক্রান্ত মনোনয়ন বিষয়ে আলোচনা করেছি। দেশি বিদেশি পাঁচ ছয়টি জনমত জরিপ আছে। এই রিপোর্টগুলো স্টাডি করছি। এখনো আনুষ্ঠানিক মনোনয়ন পর্ব শুরু করিনি। দুই এক দিনের মধ্যে শুরু করব।’

তিনি বলেন, ‘প্রাথীদের বিষয়ে আরও খোঁজ খরব নিচ্ছি, চুলছেড়া বিশ্লেষণ করছি। মনোনয়নে যাতে জনমতের প্রতিফলন হতে পারে। দুই এক দিন পরেই আনুষ্ঠানিক আলোচনা করে মনোনয়ন চূড়ান্ত করব।’ 

জ্বালাও পোড়াও করে বিএনপি নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করলে এবার জনগণ বাধা মানবে না বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘বিএনপি যদি বড় ধরনের এ্যালাইয়েন্সের সমীকরণে যায়, আমরাও করব। অনেকেই আছে, তারা আওয়ামী লীগের সঙ্গে কাজ করতে চান। তাদের কোনো প্রার্থীর লিস্ট নাই।’

তিনি আরও বলেন, ‘ইশতেহার প্রায় চূড়ান্ত। সম্ভবপর সময়ের মধ্যেই প্রকাশ করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, ডা.দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম,  দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাম, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর