লে‌ভেল প্লে‌য়িং ফিল্ডের দায়িত্ব নির্বাচন ক‌মিশ‌নের: কা‌দের

আওয়ামী লীগ, রাজনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-10 07:28:54

তফ‌সিল ঘোষণার পর লে‌ভেল প্লে‌য়িং ফিল্ড তৈ‌রি করা নির্বাচন ক‌মিশ‌নের কাজ ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কা‌দের। এ সময় তিনি বলেন, ‘আন্তর্জা‌তিক ল‌বিষ্ট নি‌য়োগ ক‌রে ঐক্যফ্রন্ট নির্বাচন নি‌য়ে সংশয় তৈ‌রি কর‌ছে।’

শ‌নিবার (১৭ নভেম্বর) দুপুর ১২টায় রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের সড়ক যোগাযোগ, রেলওয়ে, বিদ্যুৎ, বিমানবন্দরসহ কয়েকটি খাতে চীনা প্রতিষ্ঠানের বিনিয়োগ নিয়ে আলোচনা শে‌ষে সাংবা‌দিক‌দের প্র‌শ্নের জবাবে এসব বলেন কাদের।

তি‌নি ব‌লেন, ‘ম‌নোনয়ন চূড়ান্তের পর আওয়ামী লীগ জোটের প্রার্থীর জন্য প্র‌য়োজ‌নে আসন ছে‌ড়ে দে‌বে।’

মন্ত্রী বলেন, ‘সাম্প্রদা‌য়িক জোট নি‌জে‌দের স্বা‌র্থে এক্য ক‌রে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন ক‌রে‌ছে।’

তিনি আরও বলেন, নয়াপল্টনের সহিংসতা প্রমাণ করে বিএনপি সুষ্ঠু নির্বাচন চায় না। বিএনপি-জামায়াতের মতো সাম্প্রদায়িক গোষ্ঠীর সঙ্গে যারা যোগ দিয়েছে তারা গণতন্ত্রের বেশে মূলত সাম্প্রদায়িক শক্তি।

ওবায়দুল কাদের জানান, শরীক দলগুলোকে কত আসন দেওয়া হবে তা এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত হবে।

এ সম্পর্কিত আরও খবর