১৪ দলীয় জোটের নির্বাচনী প্রচার কমিটি গঠিত

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 00:10:21

একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে ১৪ দলীয় জোটের কেন্দ্রীয় প্রচার কমিটি গঠন করা হয়েছে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে আহ্বায়ক করে ২৩ সদস্যের এ কমিটি গঠিত হয়েছে।

শনিবার (১৭ নভেম্বর) রাজধানীর  ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের সভায় এ কমিটি গঠন করা হয়।

এই কমিটি নির্বাচনী আচরণবিধির সাথে সংগতি রেখে সারাদেশে ১৪ দলের মনোনীত প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচার কার্যক্রম পরিচালনা করবে।

কমিটির অন্য সদস্যরা হলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাসদ (একাংশ) সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরীন আখতার, সাম্যবাদী দলের লুৎফর রহমান,  জাসদ (একাংশ) সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, ন্যাপের কার্যকরী সদস্য আমিনা বেগম, যুগ্ম-সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু।

এছাড়াও আছেন সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, গণতন্ত্রী পার্টির সভাপতি ব্যারিস্টার মোঃ আরশ আলী,  সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারী, প্রেসিডিয়াম সদস্য ড. সৈয়দ রেজাউল হক, গণ-আজাদী লীগের সভাপতি অ্যাড. এস. কে শিকদার, মহাসচিব মুহাম্মদ আতা উল্লাহ খান, গণতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি জাকির হোসেন, বাসদের আহ্বায়ক রেজাউর রশীদ খান, সদস্য হামিদুল কিবরিয়া চৌধুরী, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান ও যুগ্ম-আহ্বায়ক ডা. অসিত বরণ রায়।

এ সম্পর্কিত আরও খবর