ইসি গঠন: রাষ্ট্রপতিকে দেয়া নাম প্রকাশের অনুরোধ ওয়ার্কার্স পার্টির

বিবিধ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 00:14:18

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের ব্যাপারে অনুসন্ধান কমিটি (সার্চ কমিটি) কর্তৃক দেওয়া নামের তালিকা প্রকাশ করার জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ জানিয়ে চিঠি দেবে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেননের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা কর্তৃক উত্থাপিত প্রস্তাবনা পলিটব্যুরোর সভায় আলোচনার জন্য গৃহীত হয়।

ওয়ার্কার্স পার্টির সিদ্ধান্তে গণ-বিজ্ঞপ্তির স্থলে নিবন্ধিত রাজনৈতিক দলসমূহকে চিঠি দেওয়ার সিদ্ধান্তকেও যথোচিত পদক্ষেপ বলে অভিহিত করে বলা হয়, ওয়ার্কার্স পার্টি অনুসন্ধান কমিটিকে তাদের তালিকা পাঠিয়ে সহযোগিতা করবে।

ওয়ার্কার্স পার্টির সিদ্ধান্তে বলা হয়, সংসদে এতদ্বসংক্রান্ত আইন বিবেচনার সময় পার্টির সংসদ সদস্যগণ অনুসন্ধান কমিটি কর্তৃক রাষ্ট্রপতিকে দেওয়া নাম জনসাধারণের জন্য প্রকাশ অথবা বিকল্প হিসেবে ওই নামসমূহ সংসদের কার্য উপদেষ্টা কমিটিতে প্রেরণের সংশোধনী দিয়েছিল। এতে নির্বাচন কমিশন নিয়োগের বিষয়টি অধিকতর স্বচ্ছ হবে এবং তাতে জনমতেরও প্রতিফন ঘটবে।

ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর প্রস্তাবে বলা হয়, পার্টি আইনটিকে অসম্পূর্ণ বলে আখ্যায়িত করলেও স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিতে নির্বাচন কমিশন নিয়োগের আইন প্রণয়নে সংবিধান নির্দেশিত কর্তৃক পরিপূরণ হওয়ায় সরকার ও আইনমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে। সংসদের সর্বসম্মতভাবে গৃহীত হওয়ায় আইনটি যে বিশিষ্টতা অর্জন করেছে তাকে অব্যাহত রাখতে ওই আইনের নির্দেশ বাস্তবায়নে সর্বোচ্চ স্বচ্ছতা, জনগণ ও সংসদের সংশ্লিষ্টতা জরুরি বলে বিবেচনা করে। সেই অনুযায়ী পার্টি রাষ্ট্রপতির কাছে চিঠিতে এতদসম্পর্কিত পার্টির অভিমত জানাবে। পার্টি আশা করে এসব কিছু বিবেচনায় নিয়ে রাষ্ট্রপতি জনগণের প্রত্যাশা অনুযায়ী আইনে বর্ণিত যোগ্যতার ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন নিয়োগ দেবেন।

সভায় উপস্থিত ছিলেন পলিটব্যুরো সদস্য কমরেড আনিসুর রহমান মল্লিক, কমরেড ড. সুশান্ত দাস, কমরেড মাহমুদুল হাসান মানিক, কমরেড নুর আহমদ বকুল, কমরেড কামরূল আহসান, কমরেড আমিনুল ইসলাম গোলাপ, কমরেড অধ্যাপক নজরুল ইসলাম হক্কানী, কমরেড হাজী বশিরুল আলম, কমরেড জ্যোতি শংকর ঝন্টু, কমরেড অধ্যাপক নজরুল হক নীলু, কমরেড আলী আহমেদ এনামুল হক এমরান প্রমুখ নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত আরও খবর