ভিডিও কনফারেন্সে সাক্ষাৎকারগ্রহণ বিএনপির অভ্যন্তরীণ বিষয়: ফখরুল

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-07 21:56:34

সংসদ নির্বাচনের মনোনয়নপ্রত্যাশীদের তারেক রহমানের ভিডিও কনফারেন্সে মাধ্যমে নেওয়া সাক্ষাৎকার বিএনপি'র অভ্যন্তরীণ বিষয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৮ নভেম্বর) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

রোববার সকাল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়ায় নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হচ্ছে- আওয়ামী লীগ ইসিতে এমন অভিযোগ দিয়েছেন। বিষয়টি সম্পর্কে ফখরুল বলেন, ‘ইসি নিজেরাই আচরণ ভঙ্গ করছেন। দলের সাক্ষাৎকার কিভাবে নেব এটা আমাদের সিদ্ধান্ত, দলের অভ্যন্তরীণ বিষয়।’  

মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তির অংশ হিসাবে নির্বাচনে গেছি। আমরা মনে করছি না, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের সুযোগ সৃষ্টি হয়েছে। সরকার একতরফা, একদলীয় নির্বাচন করার পায়তারা করে যাচ্ছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘নিরপেক্ষ নির্বাচনের জন্য লেবেল প্লেয়ি ফিল্ড এখনো তৈরি হয়নি। সংসদ ভেঙে দেওয়া হয়নি। বিটিভি, সংবাদ সংস্থা, বেসরকারি গণমাধ্যমগুলো সরকারের তথাকথিত উন্নয়নগুলো প্রচার করছে। নিরপেক্ষতা বজায় রাখছে না। গ্রেফতার বন্ধ হয়নি। এগুলো সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে বড় অন্তরায় হয়ে দাঁড়াবে।’

ফখরুল বলেন, ‘প্রথম দিন রংপুর বিভাগের ৩৩ আসনে ১৫৮ জনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। রাজশাহী বিভাগের ৪১ আসনে ৩৬৮ জনের সাক্ষাৎকার চলছে।’

মনোনয়নপ্রত্যাশীদের কী নির্দেশনা দিচ্ছেন এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘প্রত্যাশীদের বলেছি, নির্বাচনে জয়ের ব্যাপারে যেভাবে প্রস্তুতি দরকার সেভাবে প্রস্তুতি নিন, কেন্দ্র পাহারা দিতে হবে, সজাগ থাকতে হবে এবং এক তরফা নির্বাচনের জন্য যেন কেন্দ্র দখলে নিতে না পারে।’

এ সম্পর্কিত আরও খবর