ভালো প্রার্থীদের জামিন না দেয়ার নতুন কৌশলে সরকার: মির্জা ফখরুল

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 19:49:50

 

সরকার বিএনপির ভালো প্রার্থীদের জামিন না দেয়ার নতুন কৌশল নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণের বিরতিতে  তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, নিন্ম আদালতকে ব্যবহার করে সরকার নির্বাচনের ওপর প্রভাব বিস্তার করছে। এ দিকে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির বিন্দুমাত্র ইচ্ছেও নেই নির্বাচন কমিশনের।

সোমবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে বরিশাল ১ আসনের প্রার্থীদের সাক্ষাতের মধ্য দিয়ে শুরু হয়েছে বিএনপির দ্বিতীয় দিনের প্রার্থী বাছাইয়ে  সাক্ষাৎকার। রোববার (১৮ নভেম্বর) প্রথমদিনে রংপুর বিভাগে ৩৩ আসনে ১৫৮ জন এবং রাজশাহী বিভাগে ৩৯ আসনে ৩৬৮ জনের সাক্ষাৎকার নেয়া হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে সংসদ সদস্য হতে চান ৪ হাজার ৫৮০ জন। ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতার জন্য এরা সবাই দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম কিনেছেন। যাচাই-বাছাই শেষে বিএনপির প্রার্থী চূড়ান্ত করা হবে ৮ই ডিসেম্বর।

 

এ সম্পর্কিত আরও খবর