সরকার প্রচণ্ড ভয় পেয়েছে: মির্জা ফখরুল

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 23:38:02

বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি জণগনকে সঙ্গে নিয়ে ভোটের দিন ভোট দিতে গেলে কোনো শক্তিই তাদের ঠেকিয়ে রাখতে পারবে না, এজন্য সরকার প্রচণ্ড ভয় পেয়েছে।'

মঙ্গলবার (২০ নভেম্বর) বিকেলে সুপ্রিমকোর্ট বার অডিটোরিয়ামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৪তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সভার আয়োজন করে বিএনপি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, `গত কয়েকদিন ধরে আমাদের নেতা তারেক রহমান এ কথাই বলে যাচ্ছেন যে, আসুন ৩০ ডিসেম্বরের দিনটিকে বিপ্লবের দিনে পরিণত করি। এখন একমাত্র পথ এই সরকারকে ব্যলটের মাধ্যমে সরিয়ে দেওয়া। যারা মনোনয়নপ্রত্যাশী সকলের কাছ থেকেই ওয়াদা নিয়েছেন তিনি- বর্তমান অবস্থার পরিবর্তন করতে, সরকারকে সরাতে সর্ব শক্তি নিয়োগ করবো।’

তিনি বলেন, ‘আমরা খুব কঠিন সময়ে আছি। কিন্তু সেই কঠিন সময় অতিক্রম করতে হবে। আমাদের নেত্রী কারাগারে, হাজার হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, কারাগারে রয়েছেন। আমাদের স্থায়ী কমিটির সদস্যদ রফিকুল ইসলামকে তিন বছরের সাজা দিয়েছে। এই অবস্থা থেকে কি আমরা মুক্তি পাবো না?’

‘১০ বছর চেষ্টা করেছি, এখন শেষ চেষ্টা হচ্ছে ৩০ ডিসেম্বর। সুযোগ একটা এসেছে। আমরা যদি মুক্তি পেতে চাই তাহলে আমদের সমস্ত অস্ত্র ব্যবহার করতে হবে, আর সেই অস্ত্র হল ভোটের অস্ত্র।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে ফখরুল বলেন, ‘পালিয়ে না বেড়ায়ে ভোটের দিন ভোট কেন্দ্রে যান। জনগনকে ভোটকেন্দ্রে নিয়ে আসুন। তাহলেই আমরা জয়যুক্ত হবো। নির্বাচনকে আন্দোলনের অংশ হিসেবে চূড়ান্ত জয়ের দিকে নিয়ে যেতে হবে।’

বিএনপি'র ভাইস চেয়ারম্যান অ্যাড. খোন্দকার মাহবুব হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর