নানা আয়োজনে পালিত হচ্ছে এরশাদের জন্মদিন

জাতীয় পার্টি, রাজনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, ঢাকা | 2023-08-27 09:32:11

সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ৯২ তম জন্ম দিন। জাতীয় পার্টি বিভিন্ন বর্নিল অনুষ্ঠানের মাধ্যমে এরশাদের জন্মদিন উৎযাপন করছে।

সকাল ৯ টায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কাকরাইলে হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে অনুষ্ঠান মালার শুভ সুচনা করেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত মহাসচিব এড. মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, চেয়ারম্যানের উপদেষ্টা রওশন আরা মান্নান এমপি, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, এড. আব্দুল হামিদ খান ভাষানী, ধর্ম বিষয়ক সম্পাদক এস এম আল জুবায়ের, যুগ্ম সম্পাদক মন্ডলির সদস্য সেরনিয়াবাত সেকান্দার আলী, সমরেশ মন্ডল মানিক, মোঃ শাহজাহান কবির।

এরপর জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেলের নেতৃত্বে আকতার দেওয়ান, হুমায়ুন কবির মজুমদার, মোঃ মিজানুর রহমান, মহানগর উত্তরের সদস্য সচিব জাহাঙ্গীর আলম পাঠানের নেতৃত্বে আবুল খায়ের, এস এম হাশেম, জাতীয় মহিলা পার্টির যুগ্ম আহ্বায়ক নাজমা আক্তার এমপির নেতৃত্বে এড. লাকি বেগম, সৈয়দ পারভীন তারেক, শারমিন পারভীন লিজা, শাহনাজ পারভীন, মিনি খান, মেহরুন্নিসা হিয়া, জাতীয় যুব সংহতির সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহিনের নেতৃত্বে আবু নাসের বাদল, জিয়াউর রহমান বিপুল, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেনের নেতৃত্বে মোঃ গোলাম মোস্তফা, জায়েদুল ইসলাম জাহিদ, জাতীয় মৎস্যজীবী পার্টির সাধারণ সম্পাদক মীর সামসুল আলম লিপ্টন, জাতীয় ছাত্র সমাজের সভাপতি ইব্রাহিম খান জুয়েল ও সাধারণ সম্পাদক মোঃ আল মামুনের নেতৃত্বে শাহ ইমরান রিপন, শাহরিয়ার রাসেল, মোঃ নাজমুল রেজা, মোঃ রুহুল আমিন গাজী বিপ্লব, শিবলি আহম্মেদ সবুজ, জাতীয় যুব সংহতি মহানগর দক্ষিণের সদস্য সচিব শেখ মোঃ সরোয়ারের নেতৃত্বে মঞ্জুরুল ইসলাম মঞ্জু, নিজ নিজ সংগঠনের পক্ষে পুষ্পস্তবক অর্পন করেন।

এরপর মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি আনন্দ উপস্থিত নেতাকর্মীদের সাথে নিয়ে কেক কাটেন ও দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সারাদেশে যথাযোগ্য মযাদার সঙ্গে দিবসটি পালন করছে জাপা। সন্ধ্যায় হোটেল সোনারগাঁও বলরুমে প্রথমবারের মতো এরশাদের নামে প্রবতিত "পল্লীবন্ধু পদক" প্রদান করা হবে। ইতোমধ্যে ৮ বিশিষ্ট ব্যাক্তির নাম ঘোষণা করা হয়েছে। অন্যদিকে রংপুরেও দোয়া মাহফিলসহ নানা কমসূচি হাতে নেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর