জাতীয় মহিলা পার্টির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

জাতীয় পার্টি, রাজনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 10:22:49

জাতীয় মহিলা পার্টির উদ্যোগে দুস্থ মহিলাদের মাঝে ইফতার সামগ্রী (১ লিটার তৈল, ১ কেজি চিনি, ১ কেজি বুট ও সেমাই) বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার (৫ এপ্রিল) বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে (গুলশান-১ রোড ৪) এ কর্মসূচি পালন করে জাতীয় মহিলা পার্টি (বিদিশা)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (বিদিশা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ।

বিদিশা এরশাদ বলেন, দ্রব্যমূল্য সহনীয় পর্যায় রেখে মানুষকে পবিত্র মাহে রমজানে ইবাদত করার সুযোগ দিন। রাষ্ট্রের বৃত্তবানদের সমাজের গরিব দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের সভাপতি করভী মিজান বলেন, আমরা দুস্থ মহিলাদের মাঝে পবিত্র মাহে রমজানের মধ্যে সাহায্য করবার একটা পরিকল্পনা নিয়েছি। প্রথম ধাপে আজ বেশ কিছু নারীদের হাতে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হল। আগামী শুক্রবার নরসিংদীতে বিতরণ করা হবে। এছাড়াও পর্যায়ক্রমে নারীদের জন্য বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছি আমরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আইন ও রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট কাজী রুবায়েত হাসান, জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব কর্নেল (অব.) শাহজাহান সিরাজ, যুগ্ম মহাসচিব কর্নেল (অব.) হাবিবুল হাসান, যুগ্ম-মহাসচিব মেজর (অব.) সিকদার আনিসুর রহমান।

এ সম্পর্কিত আরও খবর