মহাজোটের ৩০০ প্রার্থী চূড়ান্ত, ঘোষণা রোববার!

আওয়ামী লীগ, রাজনীতি

তপন কান্তি রায়, স্টাফ করেসপন্ডেন্ট | 2023-08-18 15:27:32

একাদশ সংসদ নির্বাচনের মনোনয়ন দাখিলের তিনদিন আগেই রোববার (২৫ নভেম্বর) চূড়ান্ত প্রার্থীর তালিকা ঘোষণা করতে যাচ্ছে মহাজোট।

এবার মহাজোটের কলবর বেড়েছে। এরপরও সকল শরিক দলগুলোকে সন্তুষ্ট রেখে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের ৩০০ আসনের প্রার্থিতা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। রোববার দুপুরে সেই তালিকা ঘোষণা করা হবে বলেও দলীয় সূত্রে জানা গেছে।

এবার শরিকদের জন্য ৬৫-৭০ আসন ছেড়ে দিচ্ছে দলটি। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে ১৪ দলীয় জোটের শরিক দল, জাতীয় পার্টি, যুক্তফ্রন্ট এবং ইসলামি গণতান্ত্রিক জোট রয়েছে। শরিকদের সঙ্গে দফায় দফায় আসন ভাগাভাগি নিয়ে বৈঠকও করেছে আওয়ামী লীগ।  জাতীয় পার্টির আসন চাওয়া-পাওয়া নিয়ে তেমন কোন প্রভাব পড়বে না মহাজোটে বলেও মনে করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে নির্ভুল পথে অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যেতে চায়। এই মনোভাব দেখা গেছে শনিবার (২৪ নভেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সঙ্গে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বৈঠকে।

বৈঠক শেষে জাপা মহাসচিব রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের বলেন, ‘যেসব আসন আমরা চাই, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। প্রকৃতপক্ষে আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য নির্ভুলভাবে পথ চলতে হবে। এখানে আবেগের কোনো সুযোগ নেই। আমরা চূড়ান্ত ঘোষণার দিকে চেয়ে আছি।'

১৪ দলীয় জোটের শরিক দল জাসদ দুই অংশ ও ওয়াকার্স পার্টি আসন প্রাপ্তি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও চূড়ান্ত ঘোষণার দিকে তাকিয়ে থাকবে তারাও।

ইনু নেতৃত্বাধীন জাসদের সাধারণ সম্পাদক শিরিন আকতার বার্তা২৪.কমকে বলেন, ‘সৌহার্দপূর্ণ আলোচনা হয়েছে। এই বৈঠক আসন নিয়ে কথা হয়েছে। আমরা আসন চেয়েছি। তারা বলেছেন বিবেচনা করবেন।’

তবে সন্ধ্যায় বৈঠক শেষে জাসদের আরেক অংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বার্তা২৪.কমকে বলেন, ‘আলোচনা হয়েছে; আমরা আসন চেয়েছি; কালকে ঘোষণা দিলে বোঝা যাবে।’

জোট-মহাজোটের শরিকদের সঙ্গে বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘কাল কিংবা পরশুর মধ্যে মহাজোটের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আজ (শনিবার) সারাদিন আমাদের শরিকদের সঙ্গে কথা বলেছি। সবার কাছ থেকে তালিকা নিয়েছি। এটা নিয়ে নেত্রীর সঙ্গে কথা বলবো। জোটের কাছে বটোমলাইনটা জানতে চেয়েছি, সেটা পেয়েছি।’

এ সম্পর্কিত আরও খবর