গণভবনকে সরকার নির্বাচনের কাজে ব্যবহার করছে: ঐক্যফ্রন্ট

বিবিধ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 00:51:58

একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরও গণভবন, মন্ত্রীদের বাসভবন, সরকারি অফিস রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।

রোববার (২৫ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ৩য় তলার কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। নির্বাচনী পরিবেশ নিয়ে কথা বলতেই গণফোরাম এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী।

লিখিত বক্তব্যে সুব্রত চৌধুরী বলেন, ‘গণভবন, মন্ত্রীদের বাসভবন, সরকারি অফিস রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করা হচ্ছে। যা আচরণবিধির (১৪(১), (১৪)(২) ধারার সুস্পষ্ট লঙ্ঘন হওয়া স্বত্ত্বেও নির্বাচন কমিশন নীরব ভূমিকা পালন করছে।’

সুব্রত চৌধুরী বলেন, ‘নির্বাচনকালীন দেশের প্রসাশন ও আইন শৃঙ্খখলা বাহিনী নির্বাচন কমিশনের পুরোপুরি কর্তৃত্বের মধ্যে থাকলেও আজ অবধি প্রসাশনিক কর্মকর্তা, নির্বাচনী কর্মকর্তা ও আইন শৃঙখলা বাহিনীর সদস্যরা আইন বহির্ভূতভাবে নির্বাচনে অংশ গ্রহণকারী বিরোধী পক্ষের বিরুদ্ধে হাজারো হামলা-মামলা ও গ্রেফতার-তল্লাশী অব্যাহত রেখেছে। এমনকি নির্বাচনে যারা প্রার্থী হবেন তাদেরকেও উচ্চ পর্যায়ের নির্দেশনায় মামলা ও গ্রেফতার করা হচ্ছে।’

তিনি বলেন, ‘সরকারি দলের প্রার্থী ও মন্ত্রীরা দাপটের সাথে নির্বাচনী প্রচার ও ভোটারদের কাছে তাদের বক্তব্য তুলে ধরছেন। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন তাদের প্রটোকলসহ সার্বিক সহযোগিতা করছে। আর বিরোধীদলের প্রার্থীদের ক্ষেত্রে ঠিক উলটো কাজ করা হচ্ছে। কর্মীদের সাথে নিজ এলাকায় বৈঠক পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না।’

এ সময় গণফোরামে যোগদান করেন একুশে টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুস সালাম, মেজর জেনারেল (অব) আমসা আমিন ও প্রয়াত অর্থমন্ত্রী এ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গণফোরামের সভাপতি ও ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহাসিন মন্টু, প্রেসিডিয়াম সদস্য এডভোকেট জগলুল হায়দার আফ্রিক, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর