শিল্পনগরী খুলনা গড়তে চান জুয়েল-মুর্শেদী

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 06:28:15

আসন্ন সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে খুলনাকে শিল্পনগরীতে পরিণত করতে চান খুলনা-২ ও খুলনা-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যথাক্রমে শেখ সালাহউদ্দিন জুয়েল ও আব্দুস সালাম মুর্শেদী।

মঙ্গলবার (২৭ নভেম্বর) দুপুরে খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হেলাল হোসেনের নিকট নির্বাচনের মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের এ দুই প্রার্থী।

মনোনয়নপত্র জমা দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র শেখ সালাহউদ্দিন জুয়েল বলেন, ‘নির্বাচিত হলে শিল্পনগরী খুলনার উন্নয়নকে আরো ত্বরান্বিত করবো। বঙ্গবন্ধু পরিবারের সন্তান হিসেবে রাজনীতিতে দীর্ঘদিন কাজ করেছি। যতদিন বেঁচে থাকবো জনগণের জন্য কাজ করবো। উন্নয়নের যে পরিকল্পনায় দেশ এগিয়ে যাচ্ছে তা অব্যাহত থাকবে।’

একই সময় খুলনা-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী তারকা ফুটবলার আব্দুস সালাম মুর্শেদীও মনোনয়নপত্র জমা দেন। সালাম মুর্শেদী সাংবাদিকদের প্রশ্নোত্তরে বলেন, ‘এ অঞ্চলের মানুষের কর্মসংস্থান সৃষ্টিই হবে মূল লক্ষ্য। নির্বাচিত হলে পুরো খুলনার উন্নয়নে শিল্পায়ন বৃদ্ধি করবো। এ অঞ্চলকে আবারো শিল্পনগরী করে গড়ে তোলাই আমার চ্যালেঞ্জ।’

এ সময় উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি কাজী আমিনুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ, সাবেক সংসদ সদস্য মোল্লা জালাল উদ্দিন, অ্যাড. চিশতী সোহরাব হোসেন, অ্যাড. সাইফুল ইসলামসহ আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত আরও খবর