আনন্দ মিছিল থেকে বিএনপি’র ৪ নেতা-কর্মী আটক

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 20:09:57

চট্টগ্রামে আনন্দ মিছিল থেকে বিএনপি’র চার নেতা-কর্মীকে আটকের দাবি করছে দলটি। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি বিএনপি।

মঙ্গলবার (২৭ নভেম্বর) বিকেলে হাটহাজারী উপজেলার মাদরাসার সামনে থেকে তাদেরকে হাটহাজারী পুলিশ আটক করে বলে দাবি বিএনপি’র।

জানা যায়, সংসদীয় আসন চট্টগ্রাম-৫ (হাটহাজারী)থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদকে দলীয় মনোনয়নের চিঠি দেওয়া হয়। এ খবর ছড়িয়ে পড়লে হাটহাজারী উপজেলার একাংশের নেতা-কর্মীরা কাচারি রোডে জড়ো হয়ে মিছিল বের করেন।

মিছিলটি বাজার হয়ে ডাকবাংলো চত্বরে এসে পৌঁছালে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে সেখানে থেকে চার জনকে আটক করে পুলিশ।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মীর হেলাল বার্তা২৪কে অভিযোগ করে বলেন, ‘আনন্দ মিছিল থেকে কোন কারণ ছাড়া চার জনকে আটক করা হয়েছে। বর্তমানে তারা থানায় রয়েছেন।’

পরে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীররের কাছে মোবাইল ফোনে আটকের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বিএনপি’র কোনো নেতাকর্মীকে আটকের বিষয়ে তিনি জানেন না।

এ সম্পর্কিত আরও খবর