১৪ দলের পাঁচ শরিক দলকে ১৩ টি আসন দিল আ.লীগ

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-02 20:26:13

আসন্ন একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের পাঁচ শরিক দলকে ১৩ টি আসন দিয়েছে দলটি।

এর মধ্যে ওয়ার্কাস পার্টির ৫টি, হাসানুল হক ইনু নেতৃত্বাধীন জাসদ ৩টি, আম্বিয়া জাসদ ২ টি, তরিকত ফেডারেশন ২ আর জেপি ১ টিতে মনোনয়ন পেয়েছে।

ওয়াকার্স পার্টি থেকে ঢাকা- ৮ আসনে রাশেদ খান মেনন, রাজশাহী- ২ আসনে ফজলে হোসেন বাদশা, সাতক্ষীরা-১ আসনে এ্যাডভোকেট মো. মোস্তফা  লুৎফুল্লাহ, ঠাকুরগাঁও-৩ আসনে ইয়াসিন আলী, বরিশাল -৩ আসেন শেখ টিপু সুলতান।

হাসানুল হক ইনু নেতৃত্বাধীন জাসদ কুষ্টিয়া-২ হাসানুল হক ইনু, বগুড়া-৫ রেজাউল করিম তানসেন ও ফেনী- ১ শিরিন আকতার আর শরীফ নুরুল আম্বিয়া নেতৃত্বাধীন জাসদের নুরুল আম্বিয়া নড়াইল -১ আর  মঈনউদ্দীন খান বাদল চট্টগ্রাম - ৮ থেকে।

ত‌রিকত ফেডা‌রেশ‌নের চেয়ারম্যান সৈয়দ ন‌জিবুল বাশার মাইজভান্ডারী চট্টগ্রাম ২ ও  আ‌নোয়ার হো‌সেন খান ল‌ক্ষীপুর-১ থেকে।

জাতীয় পাটির (জেপি) শুধুমাত্র পেয়েছেন আনোয়ার হোসন মঞ্জু  চট্টগ্রাম -২ থেকে।

এ সম্পর্কিত আরও খবর