শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় পরিদর্শন করবেন মার্কিন কর্মকর্তা

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্টট, বার্তা২৪.কম | 2023-08-27 21:53:47

দেখতে দেখতে চলে আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশে বইছে নির্বাচনী হাওয়া। এ হাওয়ার পালে পিছিয়ে নেই বিদেশিরাও। এবার ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় পরিদর্শন করে দলটির নির্বাচনী কর্মকাণ্ড সম্পর্কে জানবেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা উইলিয়াম ময়েলার।

বুধবার (২৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় ধানমন্ডির ৩/এ সড়কে অবস্থিত কার্যালয়ে আসার কথা রয়েছে তার।

জানা গেছে, আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম ধানমন্ডির কার্যালয়ে মার্কিন দূতাবাসের এই প্রতিনিধিকে স্বাগত জানাবেন। এসময় এইচ টি ইমাম ময়েলারের সঙ্গে আওয়ামী লীগের নির্বাচনী কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন এবং দলের পক্ষ থেকে নির্বাচনী বিভিন্ন বিষয় অবহিত করবেন।

প্রসঙ্গত, ধানমন্ডির এ কার্যালয়টি থেকেই নির্বাচন পরিচালনা কমিটিসহ বিভিন্ন উপ-কমিটির কার্যক্রম পরিচালনা করা হয়। জাতীয় নির্বাচনে নৌকার প্রার্থীদের এ ভবন থেকেই মনোনয়ন ফরম বিতরণ করা হয়। আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের পাশের একটি নতুন ভবনে নির্বাচন পরিচালনা কমিটির অফিস করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর