বিএনপি-ঐক্যফ্রন্টের ‘হসপস’ অবস্থা: কাদের

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 04:12:15

ঐক্য না থাকায় মনোনয়ন ঘিরে বিএনপি-ঐক্যফ্রন্টের নেতাদের মধ্যে হসপস অবস্থার সৃষ্টির হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘মনোনয়ন জমা দিতে না পারায় সরকার দোষী নয়। এটা তাদের (বিএনপি) একান্ত দলীয় ব্যাপার। বিএনপি’র নেতারা মনোনয়ন জমা দেননি কাঙ্ক্ষিত আসন না পাওয়ার কারণে।’

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা আব্বাস সময় মত দেননি, সময় মতো না দিতে পারায় তা গ্রহণ করা হয়নি। আইন মেনে তো জমা দিতে হবে।’

‘এগুলো বিএনপির মন গড়া অভিযোগ আনলে তো আর হবে না। তাদের অনেকেই তো নির্বাচন করতে পারছে না।’

তিনি বলেন, ‘আব্দুল আউয়াল মিন্টু তো দুই সিটে মনোনয়নপত্র নেন। এখন আমরা দেখতে পারছি তিনিও মনোনয়নপত্র জমা দেননি। সংগ্রহণ করেছেন জমা দেননি। এখানে আমার কাছে যেটা মনে হয়, আমরা যতটুকু খবর পেয়েছি; তাদের ভেতরেই জগাখিচুড়ি অবস্থা।’

তিনি আরও বলেন, ‘দলের পরিস্থিতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কন্ট্রোলের বাইরে। ঐক্যফ্রন্ট যাকে ঘিরে, ড. কামাল হোসেনও বলেছেন নির্বাচন করবেন না। আবার এক কাঠি বারিয়ে এটাও বললেন, সন্ত্রাসীর হাতে তিনি মনোনয়ন নেবেন না।’

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের বিষয়ে কাদের বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল বলেছেন, যে পরিস্থিতি বর্তমানে বিরাজ করছে সেটি নির্বাচনের জন্য সহায়ক। সেজন্য তারা পর্যবেক্ষক দল পাঠাবেন না।’

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল, আফম বাহাউদ্দিন নাছিম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সদস্য এসএম কামাল প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর