খালেদার দণ্ড ছাড়া বিএনপি’র ম্যান্ডেট নেই: হানিফ

আওয়ামী লীগ, রাজনীতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 20:59:03

রাজনৈতিকভাবে জনগণের কাছে বিএনপি’র আপিল করার কোনো ম্যান্ডেট না থাকায় তারা এখন খালেদা জিয়ার দণ্ড নিয়ে রাজনীতি করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সকালে কুষ্টিয়ায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন হানিফ।

হানিফ বলেন, ‘বিএনপি দেশে-বিদেশে একটি দুর্নীতিবাজ ও সন্ত্রসী দল হিসেবে চিহ্নিত। এ দলকে দেশের মানুষ আর গ্রহণ করবে না। জনগণ তাদেরকে দুরে ঠেলে দিয়েছে।’

নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করবে বলে উল্লেখ করে আওয়ামী লীগ নেতা বলেন, ‘জননত্রেী শেখ হাসিনা ১০ বছরে যে পরিমাণ উন্নয়ন, অগ্রগতি করেছেন এর পক্ষে জনগণ ইতোমধ্যেই সমর্থন ব্যক্ত করেছে।’

স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করলে দল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলে উল্লেখ করে হানিফ বলেন, ‘মনোনয়ন বোর্ড সিদ্ধান্ত নিয়েছিলো দল থেকে যারা জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র নির্বাচিত, এ সমস্ত জনপ্রতিনিধিদের পদত্যাগ করে আরেকটি নির্বাচনে অংশগ্রহণের একটা বিধিনিষেধ ছিলো।’

‘যার ফলে অনেক জনপ্রতিনিধি যোগ্য প্রার্থী হওয়া সত্ত্বেও সংসদ নির্বাচনে তাদেরকে  মনোনয়ন দিইনি। আশা করি এটা ভালো সিদ্ধান্ত, দলের সকল নেতাকর্মী এটিকে স্বাগত জানিয়ে সহযোগিতা করবে। যারা দলের বাইরে যাবে, তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, সাংগঠনিক সম্পাদক শেখ হাসান মেহেদী, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর