ভবিষ্যদ্বানী সত্য প্রমাণিত হয়েছে: মওদুদ

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-05-13 02:07:31

নির্বাচন নিয়ে বিএনপির শঙ্কা ও ভবিষ্যদ্বানী সত্য প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় লেবেল প্লেইং ফিল্ড এবং নির্বাচন কমিশনের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। যৌথভাবে সভার আয়োজন করে আদর্শ নাগরিক আন্দোলন ও জাতীয় মানবাধিকার আন্দোলন।

মওদুদ আহমদ বলেন, ‘এতোদিন যাবৎ যে কথা বলে এসেছিলাম, যে কোনো দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভবপর নয়, দলীয় সরকার থাকলে নির্বাচন কমিশনের জন্য নিরপেক্ষ কাজ করা সম্ভব নয়, দলীয় সরকার ক্ষমতায় থাকলে পুলিশ ও সিভিল প্রশাসনের জন্য নিরপেক্ষ কাজ করা সম্ভব নয়। এখন আমাদের সেই শঙ্কা ও ভবিষ্যদ্বানী সত্য প্রমাণিত হয়েছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সরকারি খরচে, মদদে, সরকারি কর্মচারীদের নিয়ে বড় বড় সভা করেছিলেন, নৌকায় ভোট চেয়েছেন তখন আমরা অভিযোগ করেছিলাম, এটা আচরণবিধি বহির্ভূত। কিন্তু তখন তারা বলেছিলেন, তফসিল ঘোষণার পর সবকিছু নির্বাচন কমিশনের অধীনে চলে আসবে। নির্বাচন কমিশন দাবিও করেছেন যে পুলিশ তাদের কথায় চলবে।’

‘কিন্তু বাস্তবে কী দেখতে পাচ্ছি? পুলিশ সসম্পূর্ণভাবে এখন সরকারি দলের নিয়ন্ত্রণে কাজ করছে। সিভিল প্রশাসন, রিটার্নিং অফিসার কার অধীনে কাজ করেন? তিনি নির্বাচন কমিশনের কোনো কর্মকর্তা নন। তিনি সরকারের কর্মকর্তা। তার সাধ্য নাই সরকারের ইচ্ছার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার।’

ইসি ক্ষমতা প্রয়োগ করতে ব্যর্থ দাবি করে সাবেক এই আইনমন্ত্রী বলেন, 'নির্বাচন কমিশন জানে যে তাদের কোনো নিয়ন্ত্রণ নাই, তাদের কথা পুলিশ বা সিভিল প্রশাসন শোনে না। একটা দৃষ্টান্ত দেখাক, কোনো পুলিশ বা সিভিল প্রশাসনকে তাদের (ইসি) কথা অনুযায়ী বদলি করেছেন।’

সভায় আরও বক্তব্য রাখেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লা চৌধুরী, আয়োজক সংগঠনের নেতা মুহাম্মাদ মাহমুদুল হাসান, মো. আল আমিন, খন্দকার মো. মহিউদ্দিন মাহি প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর