সরকার যেভাবেই হোক ক্ষমতায় থাকতে চায়: মির্জা আব্বাস

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-08 01:48:37

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়ন বাতিল করা নিয়ে এক প্রশ্নের জবাবে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘তোরা যে যাই বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। ওদের (সরকার) যা করা দরকার করেই ফেলবে। এই সরকার যে ভাবেই হোক ক্ষমতায় থাকতে চায়।’

রোববার (২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় রিটার্নিং অফিসারের কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন মির্জা আব্বাস।

ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস প্রার্থী হিসেবে বৈধতা পেয়েছেন। কিন্তু তার স্ত্রী এবং জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ঢাকা-৯ আসন থেকে মনোনয়ন স্থগিত করা হয়েছে। রিটার্নিং কার্যালয় জানায়, আফরোজা আব্বাস ঋণখেলাপি কিনা সেটা যাচাই বাছাই করে পরে সিধান্ত জানানো হবে।

এ প্রসঙ্গ তুলে ধরে মির্জা আব্বাস বলেন, ‘আফরোজা আব্বাস কোনো অবস্থাতেই ঋণখেলাপি নয়। বিষয়টা নিয়ে আমি কোর্টের আশ্রয় নিয়েছি। কোর্ট রায় দিয়েছে উনি ঋণখেলাপি নন, সেটা জমা দিয়েছি, কিন্তু তারপরও কেন মনোনয়ন স্থগিত রাখা হল বুঝলাম না।’

‘আমি ও আমার স্ত্রী যেন নির্বাচন করতে না পারি সেজন্য এ সকল ব্যবস্থা নিয়েছে। আমারটাও অনেক চেষ্টা করেছিল পারে নাই। এটা উদ্দেশ্যমূলক। সে (আফরোজা আব্বাস) এক সময় ব্যবসা করতেন এখন আর করেন না। পরিষ্কার ডকুমেন্ট সাবমিট করেছি। তিনি কোনো হিসেবেই ঋণখেলাপি নয়, কোনো যায়গা থেকেই টাকা ধার করেন নাই।’

লেবেল প্লেইং ফিল্ড আছে কিনা সে সম্পর্কে বিএনপির এই নেতা বলেন, ‘যা ছিল তাতেই চলতো। এখনতো কোদাল দিয়ে কুপিয়ে গর্ত করে ফেলেছে।’

এ সম্পর্কিত আরও খবর