ফখরুলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে ইসিতে আওয়ামী লীগ

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 21:42:21

সৈয়দপুর বিমানবন্দরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশ করে আচরণবিধি লঙ্ঘন করেছেন- এমন অভিযোগ এনে নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের প্রতিনিধিদল।

রোববার (২ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনারদের সঙ্গে বৈঠকে করে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামমের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদল।

বৈঠক শেষে এইচ টি ইমাম বলেন, ‘শুনলাম মির্জা ফখরুল ইসলাম সাহেব সৈয়দপুর বিমানবন্দরে সমাবেশ করেছেন। যেটি একেবারে নির্বাচনী আচরণবিধির সুষ্পট লঙ্ঘন। এখন তো সমাবেশ করার কথা না, সমাবেশ যেই করুক না কেন, আমাদের কেউ করলেও সেটি যেমন শাস্তিযোগ্য অপরাধ, অন্যদের বেলায়ও সেটি প্রযোজ্য।’

তিনি বলেন, ‘কমিশন বলেছেন, কমিশনে বিষয়টি উত্থাপন করবেন এবং ব্যবস্থা নেবেন। আমাদের কেউ এমন করলেও ব্যবস্থা নিতে হবে। বিএনপির কোনো কোনো নেতা বলেছেন- ৩০ তারিখের পর আওয়ামী লীগের নেতৃবৃন্দ কোথায় থাকে দেখব, এগুলো আচরণবিধির সুষ্পষ্ট লঙ্ঘন। কমিশনকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি।’

প্রশাসনে রদবদলের নামে বিএনপি যে দাবি জানিয়েছে তা মানতে গেলে পুরো সরকার বদল করতে হবে বলে মন্তব্য করেছেন এইচ টি ইমাম। তিনি বলেন, ‘বিএনপি তো মেনেই নিয়েছে এই সরকার প্রশাসনের অধীনেই তারা নির্বাচন করবেন। এখন এই দাবি অবান্তর।’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনকে কতগুলো বিষয় বলেছি। যেমন- আজকাল অনেকগুলো অনলাইন আছে, তাদের কোনো রকম নিবন্ধন নেই এবং স্থানীয়ভাবে অনেক লোকাল টেলিভিশনও গজিয়ে ওঠেছে। এগুলো সম্পর্কেও সচেতন হওয়া দরকার। যাতে কেউ কোনো রকম বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে, কেউ যাতে অপপ্রচার না করে। আর সব থেকে বড় জিনিস জঙ্গিবাদকে প্রশ্রয় যাতে না দিতে পারে।

এ সম্পর্কিত আরও খবর