ফাঁকা মাঠে গোল দেওয়ার ইচ্ছা নেই শেখ হাসিনার: কাদের

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 01:12:22

একাদশ সংসদ নির্বাচনে শেখ হাসিনার ফাঁকা মাঠে গোল দেওয়ার ইচ্ছা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন চান আওয়ামী লীগ সভাপতি।’

সোমবার (৩ ডিসেম্বর) রাজধানীর ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

কাদের বলেন, ‘গণতন্ত্র দুই চাকার একটি সাইকেল। এক চাকা ক্ষমতাসীন দল ও আরেক চাকা বিরোধীদল। কোন চাকায় কে থাকবে এটা জনগণই সিদ্ধান্ত নেবে।’

বেছে বেছে বিএনপি’র জনপ্রিয় প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হচ্ছে, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘মনোনয়ন বাতিলের বিষয়টি সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ার। এখানে আমাদের কিছু করার নেই। উই হ্যাভ নাথিং টু ডু।’

‘সরকার কোনোভাবেই এর সঙ্গে সম্পৃক্ত না। যদি তাই হতো, তাহলে কি আমাদের সবচেয়ে বড় শরিক দল জাতীয় পার্টির মহাসচিব বাদ পড়বেন, এটা কি আমরা চাইবো?’

কাদের বলেন, ‘খালেদা জিয়ার বিষয়টি তো আদালত আগেই সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। এটা উচ্চ আদালতের সিদ্ধান্ত। মনোনয়নপত্র যেসব কারণে বাতিল হয়, সেগুলো তো নির্বাচন কমিশন সব সময় আমলে নেয়। নতুন করে তো কোনো আইন করা হয়নি।’

হাজী সেলিমের মনোনয়ন কেন বাদ হলো না জানতে চাইলে তিনি বলেন, ‘হাজী সেলিমের বিষয়ে যদি বলেন, তাহলে আমরা সেখানে দুজন কেন প্রার্থী দিলাম? সন্দেহ ছিল হাজী সেলিম বাদ যেতে পারেন। ধরে নিয়েছিলাম হয়তো হাজী সেলিম টিকবে না। কিন্তু তিনি আইনে টিকে গেছেন।

এ সম্পর্কিত আরও খবর