তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর কখনো নির্বাচন হবে না: নানক

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-31 09:00:29

দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর কখনো নির্বাচন হবে না। স্বাধীন নিরপেক্ষ কমিশনের অধীনেই নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক এলজিইডি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেন, নিরপেক্ষ কমিশনের অধীনে নির্বাচনে বিএনপির এতো অনীহা কেন? তারা এখন গভীর ষড়যন্ত্রের সঙ্গে জড়িত।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বাদ জুম্মা রংপুর নগরীর আলমনগরে নাসিম খান মা ও শিশু হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

জাহাঙ্গীর কবির নানক বলেন, যদি ৩০০ আসনে জাতীয় পার্টি নির্বাচনের সিদ্ধান্ত নিয়ে থাকে, আমরা তাদের স্বাগত জানাবো। জাতীয় পার্টি মহাজোটের শরিক নয়। এখন তারা বিরোধী দল। জাতীয় সংসদে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করছে।

পরে বাংলাদেশে বসবাসরত উর্দুভাষীদের সংগঠন এসপিজিআরসি’র প্রধান পৃষ্টপোষক মরহুম আলহাজ্ব নাসিম খানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন এসপিজিআরসির কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক ও রংপুর সিটি করপোরেশনের কাউন্সিলর হারুন অর রশিদ।

অন্যদের মধ্যে বক্তব্য দেন রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডল, জেনেভা ক্যাম্প চেয়ারম্যান এস.কে গোলাম জেলানী, এসপিজিআরসি কেন্দ্রীয় প্রচার সম্পাদক মো. শাহিদ, খুরশিদ আলম, এসপিজিআরসি চট্টগ্রামের যুগ্ম সম্পাদক সোহেল আশরাফি, রাউসা বাধ কলোনির সম্পাদক মো. রেহান, এসপিজিআরসি খুলনার সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর ও আদমজির সভাপতি লিয়াকত হোসেন প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর